×

আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনের উদ্বোধনীতে থাকছেন না মার্কেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৮, ০৭:৪২ পিএম

জি-২০ সম্মেলনের উদ্বোধনীতে থাকছেন না মার্কেল

জি-২০ সম্মেলনে যাওয়ার পথেই বিপত্তি ঘটেছে। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই থাকতে পারছেন না জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন মার্কেল। কিন্তু বিমানের ত্রুটির কারণে তাকে মাঝপথেই অবতরণ করতে হয়েছে।

বৃহস্পতিবার উড্ডয়নের ঘণ্টাখানেক পর এয়ারবাস এ৩৪০ জরুরি অবতরণ করে। ফলে মের্কেলসহ জার্মান প্রতিনিধিদলটি সময় মতো বুয়েনস আয়ার্সে পৌঁছাতে পারেনি। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে জার্মানির কোলন শহরে অবতরণ করতে হয়েছে।

জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও চ্যান্সেলরের বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। মার্কেল ও অর্থমন্ত্রী ওলাফ শুলজকে শুক্রবার স্থানীয় সময় সকালে অন্য একটি সরকারি বিমানে করে স্পেনে নিয়ে যাওয়া হবে।

পরে অন্য একটি বিমানে তারা বুয়েনস আয়ার্সে পৌঁছাবেন। এর মধ্যেই অন্য বিশ্বনেতাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু হয়ে যাবে যেখানে থাকতে পারবেন না মার্কেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App