×

জাতীয়

নিম্ন আদালতের অবকাশ শুরু ২ ডিসেম্বর

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ০৭:১৬ পিএম

নিম্ন আদালতের অবকাশ শুরু ২ ডিসেম্বর
সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মাসের বাৎসরিক অবকাশে যাচ্ছে। এই অবকাশ শুরু হবে ২ ডিসেম্বও এবং শেষ হবে ৩১ ডিসেম্বর। আবকাশকালে ওই সব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতসমূহ এই ছুটির আওতাবহির্ভূত। এদিকে এক মাসের অবকাশকালে জরুরি মামলাসমূহ নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল চৌধুরীকে। তিনি আগামী ৫, ৬, ১২, ১৩, ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন। অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত একেএম ইমরুল কায়েশকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি আগামী ৩, ৪, ৫, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৭, ১৭, ১৯, ২০, ২৩, ২৪, ২৬ ও ২৭ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App