×

আন্তর্জাতিক

আমিরাতে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন বাংলাদেশির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ০৫:০৯ পিএম

আমিরাতে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন বাংলাদেশির
আরব আমিরাতের আল আইনে রাস্তায় ব্যাগ ভর্তি অর্র্থ (দিরহাম) পেয়ে তা পুলিশের কাছে জমা দিয়েছেন মোজাম্মেল হক নামে এক বাংলাদেশি। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া গ্রামে। বাবার নাম সিদ্দিক আহমেদ। দৃষ্টান্তমূলক এ সততার কারণে তাকে পুরস্কৃত করেছে আবুধাবি পুলিশ। মোজাম্মেল হক জানান, গত ১০ নভেম্বর কর্মস্থলে হেঁটে যাওয়ার সময় রাস্তায় বড় আকারের পলিথিনের ব্যাগ দেখতে পান। খুলে দেখেন ১ হাজার দিরহাম নোটের অনেক বান্ডিল। বিলম্ব না করে পুলিশকে জানালে পুলিশ তাকে সেখানেই অপেক্ষা করতে বলে। পরে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এসে ব্যাগ ভর্তি অর্থগুলো নিয়ে যায়। লোভ-লালসা আসতে পারে ভেবে গণনা করেও দেখেননি তিনি। এ সময় পুলিশ তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফোন করলে পুলিশ স্টেশনে আসবেন। আপনাকে পুরস্কৃত করা হবে। গত ২২ নভেম্বর আবুধাবির আল আইন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে সততার সম্মাননা সার্টিফিকেট, মোবাইল, হাত ঘড়ি, মানিব্যাগ ও কলমসহ বিভিন্ন পুরস্কার দেয়া হয়। তবে ব্যাগটিতে কী পরিমাণ অর্থ ছিল তা পুলিশের কাছেও জানতে চাননি। তার মতে, অর্থের পরিমাণ জানতে পারলে হয়তো আফসোস হবে। তবে কয়েক লাখ দিরহাম হবে বলে পুলিশের আলোচনায় বুঝতে পারেন তিনি। তিনি বলেন, পরের হক কখনোই নিজের হয় না বা নিজের মতো করে দেখলে চলবে না। ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক আমিরাতে ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিংয়ের ঠিকাদারি ব্যবসা করেন। তিনি প্রায় ২০ বছর ধরে সেখানে অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App