×

আন্তর্জাতিক

‘ডেথ স্কোয়াড’ গঠনের ঘোষণা দিলেন দুতার্তে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:১০ পিএম

‘ডেথ স্কোয়াড’ গঠনের ঘোষণা দিলেন দুতার্তে
কমিউনিস্ট বিদ্রোহীদের দমনে একটি ‘ডেথ স্কোয়াড’ গঠনের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বুধবার তিনি বলেছেন, মাদকবিরোধী যুদ্ধের চেয়ে এর ব্যাপকতা বেশি হবে। দুতার্তের এই বক্তব্যের পর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, গত ৫০ বছর ধরে কমিউনিস্ট বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিপাইন। এশিয়ার মধ্যে এটি সবচেয়ে পুরনো বিদ্রোহ। দুতার্তের মাদকবিরোধী অভিযানে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে এই অভিযান তীব্র সমালোচিত হচ্ছে। ফিলিপাইনের আগের সরকারগুলোর মতো দুতার্তেও কমিউনিস্টদের সঙ্গে শান্তি আলোচনা করার চেষ্টা করেছেন। কিন্তু গত বছর ফিলিপাইনের সেনা ও পুলিশ ওপর ভয়াবহ হামলার ঘটনার পর শান্তি আলোচনা ভেস্তে যায়। মঙ্গলবার রাতে দেয়া এক বক্তৃতায় রদ্রিগো দুতার্তে কমিউনিস্ট বিদ্রোহীদের হিট স্কোয়াড হিসেবে পরিচিত ‘স্প্যারো ইউনিটসকে’ লক্ষ্যবস্তু করার কথা বলেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে বলেন, ‘আমাদের নিজস্ব স্প্যারো নেই। এই কারণেই কমিউনিস্টরা হামলা চালাতে পারে। তাই আমি নিজেদের স্প্যারো সৃষ্টি করব।’ বুধবার ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেনজানা বলেছেন, তারা এই ডেথ স্কোয়াড গঠনের পরিকল্পনার বিষয়ে খুব ভালোভাবে গবেষণা করবেন। কারা গঠন করবে, কারা তত্ত্বাবধান করবে এবং কাদের লক্ষ্যবস্তু বানানো হবে- এই বিষয়গুলো ঠিক করা হবে। এই বাহিনীর অপব্যবহারেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে তিনি সতর্ক করেন। বিদ্রোহীরা সমঝোতা ভঙ্গ করার পর দুতার্তে আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের কমিউনিস্ট পার্টি ও এর ৩৮০০ সদস্যের সশস্ত্র সংগঠন নিউ পিপলস আর্মি (এনপিএ), যা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত এর থেকে পদত্যাগ করেন। সরকারি তথ্য অনুযায়ী, কমিউনিস্ট বিদ্রোহীদের হাতে এখন পর্যন্ত ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ফিলিপাইনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা জোস মারিয়া সিসন জানান, ১৯৭০ ও ১৯৮০’র দশকে স্প্যারো ইউনিটের অস্তিত্ব ছিল। তখন বিদ্রোহ চরম পর্যায়ে পৌঁছেছিল। ডেথ স্কোয়াড গঠন করার জন্য তিনি (দুতার্তে) অনেক স্প্যারো ইউনিট উদ্ভাবন করছেন। যা কিনা অবৈধ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App