×

তথ্যপ্রযুক্তি

এলজির ফোল্ডেবল ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:৪৩ পিএম

এলজির ফোল্ডেবল ফোন
প্রযুক্তি বিশ্বে ফোল্ডেবল ফোনের ট্রেন্ড মাত্র শুরু হয়েছে। আগামী বছরগুলোতে এ মডেলের ফোনগুলোই বাজার মাতাবে। তাই তো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মনোযোগ এখন ফোল্ডেবল ফোনের দিকে।বাজারে ফোল্ডেবল ফোন আনার প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায় না এলজি। তাই এ মডেলের ফোন নিয়ে কাজ করছে তারা। প্রতিষ্ঠানটি অফিশিয়ালভাবে কিছু না জানালেও সম্প্রতি অনলাইনে এলজির নতুন একটি ডিভাইসের পেটেন্টের ছবি প্রকাশিত হয়েছে।সেখানে দেখা যায়, ফোনটির আকার বেশ পাতলা। ফুল ডিসপ্লের অর্ধেক অংশ মুড়িয়ে রাখা যাবে পেছনে। ফলে উভয় পাশেই ডিসপ্লে ব‍্যবহার করা যাবে। চাইলে ডিসপ্লে দুটি একত্রে খুলে ট‍্যাবলেট আকারে ফোনটি ব‍্যবহার করা যাবে।তবে কনফিগারেশন কিংবা ডিসপ্লের আকার কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ‍্য জানা যায়নি। ফোল্ডেবল ফোনের পাশাপাশি ক‍্যামেরা নির্ভর ফোন তৈরির কাজ করছে এলজি। সম্প্রতি জানা গেছে, ১৬ ক্যামেরা লেন্স যুক্ত ফোনের পেটেন্টের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App