×

খেলা

বেঁচে গেলেন শারাপোভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:১৮ পিএম

বেঁচে গেলেন শারাপোভা
রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা যখন তরুণী তখন ইন্টারনেটের এত ব্যবহার ছিল না, ছিল না বর্তমান সময়ের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারও। সে জন্যই এর ব্যবহারের যে নেতিবাচক দিকগুলো আছে তা থেকে বেঁচে গেছেন তিনি। বর্তমানে তরুণী থাকলে হয়তো আধুনিক যুগের তথ্য প্রযুক্তির এ ছোবল থেকে বাঁচতে পারতেন না রাশিয়ান সুন্দরী। তাহলে অল্প বয়সে টেনিস ক্যারিয়ারে সাফল্যও পাওয়া হতো না তার। সে হিসেবে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন তিনি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন ওপেনের শিরোপা জিতেন শারাপোভা। এত অল্প বয়সে টেনিস জগতে দাপট দেখানোর মূলে ছিল তার অধ্যবসায়। ছোটবেলা থেকেই শারাপোভা কঠোর পরিশ্রমে অভ্যস্ত। তবে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে এর উপস্থিতি কমই দেখতে পান তিনি। অনুশীলনের পরিবর্তে তারা এখন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ব্যস্ত। এ সম্পর্কে শারাপোভা বলেন, ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় দিলে তা দৈনন্দিন কাজকর্মে বিরূপ প্রভাব ফেলে। এসবের বাইরে নিজেকে রাখতে পারলে প্রয়োজনীয় কাজের জন্য নিজের মধ্যে চাপ তৈরি হয়। যেটা সম্ভবত আমার ওপর খুব প্রভাব ফেলেছিল। একবার ইন্টারনেট দুনিয়ায় অভ্যস্ত হয়ে গেলে তা থেকে নিজেকে ফেরানো কঠিন হয়ে পড়ে। তাই সবারই উচিত নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App