×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আর্ট এবং হস্তশিল্পের প্রদর্শনীতে বাংলাদেশ

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৩৪ এএম

নাইজেরিয়ায় আর্ট এবং হস্তশিল্পের প্রদর্শনীতে বাংলাদেশ
নাইজেরিয়ায় আর্ট এবং হস্তশিল্পের প্রদর্শনীতে বাংলাদেশ
নাইজেরিয়ায় আর্ট এবং হস্তশিল্পের প্রদর্শনীতে বাংলাদেশ
নাইজেরিয়ায় আর্ট এবং হস্তশিল্পের প্রদর্শনীতে বাংলাদেশ
নাইজেরিয়ায় আন্তর্জাতিক আর্ট এবং হস্তশিল্পের প্রদর্শনীতে বাংলাদেশ নাইজেরিয়ার আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে ১১তম আন্তর্জাতিক আর্ট এবং হস্তশিল্পের প্রদর্শনীতে অংশগ্রহণ করে। গত ১৭-২৪ নভেম্বর রাজধানী আবুজার এফসিটি এক্সিবিশন প্যাভেলিয়ন-এ অনুষ্ঠিত জমজমাট মেলায় ১৮টি বিদেশী মিশন সহ নাইজেরিয়ার সরকারী প্রতিষ্ঠান এবং বহু স্থানীয় সংস্থা অংশগ্রহণ করে। হাজারো মানুষের পদচারণায় আন্তর্জাতিক মেলা মুখরিত হয়ে উঠে। বাংলার আবহমান ঐতিহ্য এবং সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে সুসজ্জিত মেলার অন্যতম বৃহত্তম বাংলাদেশের প্যাভেলিয়ন সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে। প্যাভেলিয়নে বিভিন্ন ধরণের মনোরম হস্তশিল্প দ্রব্যাদিসহ তৈরী পোষাক, সিরামিক, মেলামাইন, চা ও চামড়াজাত দ্রব্য ছাড়াও অনেক রপ্তানী পণ্যও স্থান পায়। প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক ছিল পাটজাত পণ্যের ব্যাপক উপস্থিতি। উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, উন্নয়ন অভিযাত্রা, পর্যটন, লোক ও কারু শিল্প বিষয়ের উপরে প্রকাশনাও স্থান পায় ষ্টলে। মেলায় প্রদর্শিত দ্রব্যাদির একটি বড় অংশ দর্শনার্থীরা ক্রয় করেন। ২৩ নভেম্বর ২০১৮ তারিখে মেলার পাশাপাশি সুবিশাল অডিটরিয়ামে বাংলাদেশ দিবস উদযাপিত হয়। শত শত অতিথিদের উপস্থিতিতে নাইজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান,এনডিসি, তার স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার কথা তুলে ধরেন। সমৃদ্ধ সংস্কৃতি এবং আবহমান ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশের ঐতিহাসিক কয়েকটি স্থান এবং সংস্কৃতি ও ঐতিহ্যের কয়েকটি প্রতীককে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রদানের কথাও তুলে ধরেন। নাইজেরিয়ার জাতীয় আর্টস এবং ক্রাপ্টস কাউন্সিলের মহাপরিচালক ওতুনবা ওলেসেগুন রান্চুয়ে মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম নিশ্চিতকারী বিদেশী মিশন হিসেবে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন যে, এটি দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করবে। ʿবাংলাদেশ ডে’-তে ঢাকা থেকে আগত শিল্পকলা একাডেমীর শিল্পীদের অনবদ্য নৃত্য পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। দেশাত্ববোধক, রবীন্দ্র ও নজরুল সংগীতকে উপজীব্য করে নৃত্য শিল্পী তামান্না রহমান, মানোমী তানজানা ওর্থী, মাহমুদুল হাসান ও মৃদুল পন্ডিত-এর পরিবেশনায় বিশাল মিলনায়তনটি একটি মিনি বাংলাদেশ এ পরিণত হয়। বিদেশী শ্রোতারা মুহুর্মুহু করতালি দিয়ে শিল্পীদের অভিনন্দিত করে। বাংলাদেশ ডে অনুষ্ঠানে নাইজেরিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাষ্ট্রদূত, কূটনীতিক এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও প্রবাসী বাংলাদেশীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী পিঠায় আপ্যায়িত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকালে অর্জিত নানাবিধ সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত হাইকমিশন কর্তৃক প্রকাশিত বহুরঙের একটি পুস্তিকাও অতিথিদের মাঝে বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও মিতব্যয়ী জীবনের উপরে স্থানীয় প্রভাবশালী পত্রিকা “ডেইলি লিডারশীপ”-এ প্রকাশিত সাম্প্রতিক দুটো নিবন্ধ মিলনায়তনে স্থান পায় যা স্থানীয় দর্শকদের আগ্রহ সৃষ্টি করে। বাংলাদেশ প্যাভেলিয়ন সেরা দুটো প্যাভেলিয়নের একটি এবং ʿবেষ্ট নেট ওয়ার্কিং ষ্ট্রাটেজি’ ক্যাটাগরীতেও অন্যতম সেরা অংশগ্রহণকারী দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং হাইকমিশনার শামীম আহসান সমাপনী পর্বে সনদপত্র গ্রহণ করেন। উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মিজ শাহানা জামানের নেতৃত্বে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী শিল্পীদের সমন্বয়ে ৯-সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল ১১তম আন্তর্জাতিক আর্টস এবং ক্রাপ্টস (আইনাক) এক্সপো, আবুজা তে ঢাকা থেকে অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App