×

আন্তর্জাতিক

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরুদ্ধে মিয়ানমারে ভিক্ষুদের বিক্ষোভ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ০৮:৩৩ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরুদ্ধে মিয়ানমারে ভিক্ষুদের বিক্ষোভ
রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। রোববার রাখাইনের রাজধানী সিতওতে এ বিক্ষোভ হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শতাধিক লোকের এ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বৌদ্ধ ভিক্ষুরা। এ সময় তাদের হাতে লাল ব্যানার ছিল এবং তারা রোহিঙ্গাবিরোধী স্লোগান দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিক্ষোভ কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এক বৌদ্ধ ভিক্ষু সমাবেশে বলেছেন, ‘দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এই জাতির সবার। বাঙালিদের (রোহিঙ্গাদের বাঙালি বলে দাবি করে মিয়ানমার) গ্রহণ করলে আমাদের বা দেশের কোনো লাভ নেই।’ সমাবেশে রোহিঙ্গাদের দিকে ইঙ্গিত করে বৌদ্ধ ভিক্ষুরা মিয়ানমারে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ‘পালিয়ে যাওয়া শরণার্থীদের’ দেশে ফিরিয়ে না আনার আহ্বান জানিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন গত সপ্তাহে শুরুর কথা ছিল। তবে মিয়ানমার সরকার নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করলে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে রোহিঙ্গারা। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App