×

তথ্যপ্রযুক্তি

বদলে গেল ইনস্টাগ্রাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ০২:৩৭ পিএম

বদলে গেল ইনস্টাগ্রাম
নতুন রূপে ব্যবহারকারীদের সামনে হাজির হলো জনপ্রিয় ফটোশেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। নতুন লুকে প্রায় সব আইকনের জায়গা পরিবর্তন হয়েছে। এছাড়াও পরিবর্তন এসেছে নেগিগেশন অপশনে। সম্প্রতি এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম জানিয়েছে, ‘অনেক দিন ধরেই এই পরিবর্তনের কাজ চলছিল। আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন কমিউনিটির মধ্যে নতুন লুকের পরীক্ষা চলবে।’ একই ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম অ্যাপের তিনটি স্ক্রিন শট পোস্ট করা হয়েছে। কয়েক সপ্তাহ পরে অ্যাপের মধ্যে যে পরিবর্তন আসতে চলেছে তার এক ঝলক দেখা গেছে এই পোস্টে। আগে প্রোফাইল পিকচার বাঁ দিকে উপরে দেখা গেলেও নতুন ডিজাইনে ডান দিকে উপরে প্রোফাইল ছবি দেখা যাবে। এর ফলে প্রোফাইলের বাকি সব তথ্য নিজে থেকেই বাঁ দিকে সরে যাবে। এর নিচে আগে তিনটি অপশন দেখা গেলেও এবার থেকে নিচে চারটি অপশন দেখা যাবে। চতুর্থ অপশনটি আইজিটিভি। এছাড়াও নতুন লুকে ফলোয়ার ও ফলোইং ট্যাব এক হয়ে গেছে। যে কোনো গ্রাহকের সঙ্গে মিউচুয়াল প্রোফাইল দেখা যাবে এ ডিজাইনে। সম্প্রতি নতুন ফিচার অবমুক্ত করেছে ফটো মেসেজিং অ্যাপ ইনস্টাগ্রাম। নতুন এই ফিচারে সারা দিনে কত সময় ইনস্টাগ্রাম ব্যবহার করছেন তা জানাবে অ্যাপ নিজেই। ‘ইওর অ্যাক্টিভিটি’ নামে নতুন এই ফিচারে সারাদিনে কত সময় ইনস্টাগ্রাম ব্যবহার করেছেন তা জানা যাবে। দিনে সর্বোচ্চ কত সময় ইনস্টাগ্রাম ব্যবহারের সময় বেঁধে দিতে পারবেন গ্রাহক নিজেই। হ ডটনেট ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App