×

জাতীয়

ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ০৯:৫৩ পিএম

ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের শম্ভুগঞ্জে লোকাল ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে তিন ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ও ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করে রিলিফ ট্রেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

রেলওয়ে কেওয়াটখালীর উপ-সহকারী প্রকৌশলী (পথ) গাজী মোফাজ্জল হোসেন বলেন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর শম্ভুগঞ্জের আউটার সিগন্যালের মাঝামাঝি জায়গায় ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উদ্ধার ট্রেনটির যাত্রা বাতিল করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App