×

জাতীয়

মহাজোটের প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে জেনারেল মাসুদ চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ০১:৩৮ পিএম

মহাজোটের প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে জেনারেল মাসুদ চৌধুরী
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা ) আসনে মহাজোটের প্রার্থী হচ্ছেন লে: জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী । তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। ইতিমধ্যে তাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। গত ১৮নভেম্বর তিনি ফেনীর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। এ আসনে এখনো আওয়ামীলীগ ও ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষনা করা হয়নি । জানা যায়, আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ২৪জন এবং বিএনপির ১৭জন । দলের সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন সাংগঠনিক দুর্বলতা থাকায় এ আসনে অধিক সংখ্যক নেতা মনোনয়ন সংগ্রহ করেছেন। ১৯৯১ এর জাতীয় নির্বাচনের পর থেকে এ আসনটি বিএনপির দুর্গে পরিনত হয়েছে। পর পর ৪বার এ আসনে বিএনপির দলীয় প্রার্থী জয়লাভ করেছে। সর্বশেষ গত ৫ জানুয়ারী নির্বাচনে এ আসনটি জাতীয় পার্টির প্রার্থীকে ছেড়ে দেয় আওয়ামীলীগ। কিন্তু নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে প্রায় ৫৮ হাজার ভোটের ব্যাবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ। নির্বাচনের পর থেকে হাজী রহিম উল্যাহ ও ফেনী সদরের এমপি নিজাম উদ্দিন হাজারীর সাথে আভ্যন্থরীন দ্বন্ধ শুরু হয়। যা বর্তমানেও চলমান।গত সাড়ে ৪বছরে দফায় দফায় উভয় গ্রুপের সংঘর্ষে ৩ যুবলীগ কর্মী নিহত এবং শতাধিক আহত হয়। এসব ঘটনায় পাল্টাপাল্টি শতাধিক মামলাও হয়েছে। আওয়ামীলীগের কোন প্রার্থী এ আসনে জয়ের সম্বাবনা নেই। স্থানীয় ভোটারদের মতে, মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যাক্তিগত ক্লিন ইমেজ এবং ১/১১ এর সময় এলাকায় বাকা নদী সোজা করণ প্রকল্প, মডেল থানার ভবন নির্মান, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনসহ উল্লেখযোগ্য কয়েকটি উন্নয়নে সরাসরি সম্পৃক্ততা থাকায় তার জয়ের সম্ভাবনা রয়েছে। জাতীয় পার্টির সোনাগাজী উপজেলা সভাপতি হাজী আবু সুফিয়ান জানান, এখানে আওয়ামীলীগ দলাদলীতে ব্যাস্ত। এবার মাসুদ চৌধুরীকে মহাজোটের প্রার্থী দিলে জয়ের সম্ভাবনা আছে। মাসুদ চৌধুরী বলেন , দলের চেয়ারম্যান তাকে মহাজোটের প্রার্থী হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App