×

জাতীয়

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ০৫:৩৩ পিএম

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সশস্ত্র বাহিনী দিবস পালিত
নানা কর্মসূচির মধ্যে দিয়ে পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সশস্ত্র দিবস পালিত হয়েছে। ২১ নভেম্বর বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে পদ্মা বহুমুখী সেতুর নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সেনা বাহিনীর সার্ভিস এরিয়া-১ এ সেনা বাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের ৫৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে প্রথমেই ফজর নামাজের পর বিশেষ মোনাজাত ও বিশেষ দরবারে সশস্ত্র বাহিনী দিবস এবং ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও সেনা বাহিনীর প্রধানের বানী পড়ে শোনানো হয়। দুপুর ১২ টায় বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯৯ কম্পোজিট বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাসুদুর রহমান, ৫৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শফিকুর রহমান (পিএসসি), লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান (পিএসসি), মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম), মেজর মোহাম্মদ সোহেল রানা, মেজর তৌহিদ, রিয়াদ, আফিক, ক্যাপ্টেন আসাদ, লেফটেন্যান্ট মেহেদী, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমাসহ সামরিক বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। বিকাল ৪ টায় বিশেষ অনির্বান প্রদর্শন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App