×

জাতীয়

নড়াইলের উন্নয়নে কাজ করতে চাই : মাশরাফি বিন মুর্তজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ০৪:৩৫ পিএম

নড়াইলের উন্নয়নে কাজ করতে চাই : মাশরাফি বিন মুর্তজা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন তিনি। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে কেন আসতে চান প্রশ্নের জবাবে জনপ্রিয় এ ক্রিকেটার বলেন, নড়াইল অনেক জ্ঞানী-গুণী ব্যক্তির জন্মভ‚মি। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, নড়াইলে কোনো উন্নয়ন হয়নি। নড়াইলের উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি নড়াইলের উন্নয়ন করতে আসিনি, আপনারা নড়াইলের উন্নয়ন করবেন আর তাতে আমি আপনাদের সাহায্য করব মাত্র। পথিবীতে সবকিছুই সম্ভব হয়েছে মানুষের চেষ্টা দ্বারা, সুচিন্তা দ্বারা। আমরা নড়াইলের বর্তমান অবস্থার পরিবর্তন চাই। নড়াইলের সবাই মিলে আমরা এ জেলার উন্নয়ন করব। এভাবে সম্মিলিতভাবে কাজ করলে নড়াইল আগামী প্রজন্মের অন্যতম সেরা বাসস্থান হবে বলে তিনি মনে করেন। এদিকে মাশরাফিকে নড়াইলের উন্নয়নের কাণ্ডারী মনে করছেন উন্নয়নবঞ্চিত জেলাবাসী। মাশরাফির বাল্যবন্ধু ও বর্তমান নড়াইল জেলা ক্রিকেট প্রশিক্ষক সঞ্জিব বিশ্বাস সাজু বলেন, মাশরাফি নড়াইল-২ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে রাজি হওয়ার অন্যতম কারণ হলো, উন্নয়নবঞ্চিত নড়াইলের উন্নয়ন করা। উল্লেখ্য, নড়াইলের উন্নয়নে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র আয়োজনে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর রূপগঞ্জ বাধাঘাট থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত ৪ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়। এ সময় নড়াইলকে আগামী প্রজন্মের অন্যতম সেরা বাসস্থান করার আশাবাদ ব্যক্ত করেন মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে এই ম্যারাথনে নড়াইলের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়সহ সর্বস্তরের লোকেরা অংশ নেন। এদিন জনগণের সামনে এ জেলার উন্নয়নে ১১ দফা কর্মসূচি ঘোষণা করে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামের সংগঠনটি। মাশরাফি এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নড়াইলের উন্নয়নে কাজ করার জন্য পূর্ণ সমর্থন জানান। এরই ধারাবাহিকতায় মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। এদিকে মাশরাফিই নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন, গতকাল সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন স্থানে মিষ্টি খাওয়ার ধুম পড়ে যায়। এ উপলক্ষে নড়াইলের পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন জেলা মুক্তিযোদ্ধা অফিসের পাশে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংস্থার সামনে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App