×

বিনোদন

শিল্পকলায় মঞ্চস্থ ‘কনডেম সেল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ০৩:৩১ পিএম

শিল্পকলায় মঞ্চস্থ ‘কনডেম সেল’
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল সন্ধ্যায় মঞ্চায়ন হয় ‘কনডেম সেল’। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসরদের বর্বরতা ও কু-কর্ম নিয়ে ‘কনডেম সেল’ মঞ্চায়ন করেছে প্রাঙ্গণেমোর। অনন্ত হিরা রচিত এই নাটকের নির্দেশনায় ছিলেন আউয়াল রেজা। ’৭১-এর নরঘাতক রাজাকার, আলবদর, আলসামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারীর প্রতি পাশবিকতায় ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কিছু খণ্ড চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে। নাটকের ঘটনাপ্রবাহ এবং সব চরিত্র কাল্পনিক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহিদ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ, সুজয় প্রমুখ। বৃহস্পতিবার শুরু হচ্ছে রাধারমণ সঙ্গীত উৎসব : আগামী বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে শুরু হচ্ছে তিনদিনের রাধারমণ সংগীত উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইদিন বিকেল পাঁচটায় এই উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী আয়োজনে দুই প্রবীণ শিল্পী শাহ মো. ছুরত মিয়া ও হিমাংশু বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হবে। শিল্পকলা একাডেমি ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে অষ্টমবারের মতো এই উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, সোনালী ব্যাংক লিঃ ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। বাউল, কীর্তন, দেহতত্ত¡, ধামাইল ও ভাটিয়ালি গান পরিবেশিত হবে তিনদিনের এই উৎসবে। এবারের উৎসবে অংশ নেবে সঙ্গীত পরিবেশন করবেন ঢাকা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, নবীগঞ্জ ও জগন্নাথপুরের শিল্পীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App