×

জাতীয়

বৃহত্তর সিলেটে ভোটে লড়াইয়ে দুডজন লন্ডনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ১২:৩৬ পিএম

বৃহত্তর সিলেটে ভোটে লড়াইয়ে দুডজন লন্ডনি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগের ১৯টি আসনে দুডজন লন্ডন প্রবাসী প্রার্থী দেশে ফিরে বিভিন্ন দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে অনেকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে গণসংযোগও শুরু করেছেন। ‘লন্ডনি’ প্রার্থীদের টাকার গরমে অনেক আসনে ঘুম হারাম হয়ে গেছে দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্যদের। বৃহত্তর সিলেটের রাজনীতিতে প্রবাস ও স্বদেশের রাজনীতির মেলবন্ধন রয়েছে। এই মনোনয়ন প্রত্যাশীরা প্রবাসে থাকলেও দেশের রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত। এ অঞ্চলে রাজনীতি ও ভোটে সরাসরি প্রভাব থাকে প্রবাসীদের। বিশেষত যুক্তরাজ্য প্রবাসীরা এ ক্ষেত্রে অগ্রগণ্য। সাধারণত যুক্তরাজ্য প্রবাসীদের স্থানীয়ভাবে ‘লন্ডনি’ বলে আখ্যায়িত করা হয়। রাজনৈতিক দলগুলোও লন্ডন প্রবাসীদের বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারো অন্তত দুডজন লন্ডনি ভোটের মাঠে সরব। ভোটে লড়তে আগ্রহীদের এই তালিকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। নিজ এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার মানসিকতা থেকেই তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছেন। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন পেতে অনেকে আবার দলগুলোর কেন্দ্রীয় পর্যায়ে জোর তদবির করছেন। লন্ডনি এ মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই বেশ কয়েক বছর ধরে নিয়মিত বিরতিতে দেশে এসে স্থানীয়ভাবে দল গোছানোর পাশাপাশি রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাÐে অংশ নিচ্ছেন। এলাকায় এদের অনেকের গ্রহণযোগ্যতাও আছে। সিলেট-৩ আসনের বর্তমান সাংসদ ইয়াহিয়া চৌধুরী ও সাবেক সাংসদ শফিক চৌধুরীর মতো হবিগঞ্জ-১ আসনে এম এ মুনিম চৌধুরী বাবু ও সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন সাংসদ হওয়ার পর এখন দেশে স্থায়ী হয়েছেন। যদিও তাদের স্ত্রী-সন্তানরা এখনো যুক্তরাজ্যেই অবস্থান করছেন। এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, প্রবাসীরাও দলে সক্রিয় আছেন। তাই আমাদের পর্যবেক্ষণ, দলের জন্য নিবেদিতপ্রাণ ও প্রকৃত কর্মীদের যেন মনোনয়ন দেয়া হয়। উড়ে এসে জুড়ে বসে যেন কেউ মনোনয়ন না পান, সেটা দলগুলোকেই নিশ্চিত করতে হবে। সিলেট বিভাগের ১৯টি আসনের যুক্তরাজ্য প্রবাসী উল্লেখযোগ্য মনোনয়ন প্রত্যাশীরা হলেনÑ সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য কার্ডিফ শাখার সভাপতি কাজী মোহাম্মদ শাহজাহান। এ আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী ও সাবেক সাংসদ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীও দীর্ঘদিন যুক্তরাজ্য প্রবাসী ছিলেন। তারাও এবার মনোনয়ন প্রত্যাশী। এখানে বিএনপির প্রার্থী হতে চান লন্ডন প্রবাসী আব্দুর রব মল্লিক। সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (স্বতন্ত্র), আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও উপদেষ্টামÐলীর সদস্য মুহাম্মদ মনির হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এম এ সালাম। সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলা) জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী দলটির প্রেসিডিয়াম সদস্য যুক্তরাজ্য প্রবাসী এ টি ইউ তাজ রহমান। তিনি সিলেট জেলা জাতীয় পার্টিরও সভাপতি। এখানে বিএনপির মনোনয়ন চেয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এডভোকেট সামসুজ্জামান জামান। তিনি বছরের অধিকাংশ সময় লন্ডনে অবস্থান করেন। লন্ডনের স্থায়ী বাসিন্দা না হলেও তার পরিবার-পরিজন লন্ডনে থাকেন। সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের বর্তমান সাংসদ ও জাতীয় পার্টির হুইপ সেলিম উদ্দীনও দীর্ঘদিন যুক্তরাজ্য প্রবাসী ছিলেন। তিনি আবারো মানোনয়ন প্রত্যাশী। সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগ লন্ডন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফছার খান প্রার্থী হতে চান। এ আসনে শিল্পপতি ফয়সল আহমদ চৌধুরী ও মাওলানা রশিদ আহমদ চৌধুরী বিএনপির মানোনয়ন প্রত্যাশী। এরা দুইজনই এক সময় স্থায়ীভাবে লন্ডনে বসবাস করলেও বিগত কয়েক বছর ধরে দেশে অবস্থান করছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কামাল হাসান মনোনয়ন প্রত্যাশী। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির টানা তিনবারের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। তিনি এর আগে ১৭ বছর যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন। এ আসনে যুক্তরাজ্যের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এম এ রহিমও মনোনয়ন প্রত্যাশী। সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ ও ধরমপাশা) আসনে যুক্তরাজ্য বিএনপি আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল হক আফিন্দি। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সিলেটের এমসি কলেজের সাবেক ভিপি যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা ইকবাল হোসাইন, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য তাহির রায়হান চৌধুরী, ইস্ট মিডল্যান্ড রিজিওনাল বিএনপির সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা মো. আবদুল মজিদ তাহের, শ্রমিক লীগ যুক্তরাজ্য শাখার সভাপতি শামছুল হক চৌধুরীও আছেন দলীয় মনোনয়ন দৌড়ে। সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল কাশেম ও বিএনপি নেতা এম এম সাত্তার প্রার্থী হতে আগ্রহী। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু দীর্ঘদিন যুক্তরাজ্য প্রবাসী ছিলেন। তিনি এবারও মনোনয়ন চাইবেন। হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা সুশান্ত দাস গুপ্ত মনোনয়ন প্রত্যাশী। সিলেট-২ আসনে আওয়ামী লীগর মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী ভোরের কাগজকে বলেন, প্রবাসে থাকলেও দেশের রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত। তাই দলের মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App