×

বিনোদন

বাচ্চু স্মরণে দুই বাংলার রকবাজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ০৪:৫৯ পিএম

বাচ্চু স্মরণে দুই বাংলার রকবাজি
কিংবদন্তি শিল্পী ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুকে গানে গানে স্মরণ করার উদ্যোগ নিয়েছেন কলকাতার শিল্পীরা। আগামী ২৪ নভেম্বর কলকাতায় হবে আইয়ুব বাচ্চুকে নিয়ে এই ওপেন কনসার্ট। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও ব্যাপক জনপ্রিয় ছিলেন আইয়ুব বাচ্চু। প্রায় প্রতি বছরেই তাকে গাইতে আমন্ত্রণ জানানো হতো সেখানে। দল নিয়ে মাতিয়ে আসতেন তিনি। আইয়ুব বাচ্চু নেই, এই খবর দেশের মানুষের পাশাপাশি ছুঁয়ে গেছে কলকাতাবাসীদেরও। তাদের কথা বিবেচনা করেই আগামী ২৪ তারিখে কলকাতার পাটুলি মেলা প্রাঙ্গণে গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করবে ‘ক্যাফে কবিরা’। আইয়ুব বাচ্চুকে নিয়ে গানের কনসার্ট আয়োজন করতে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ইভেন্টও খোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আইয়ুব বাচ্চু। শিউলি ঝরা হেমন্তের সকালে হঠাৎ করেই চুপিচুপি তিনি চলে গেলেন। তার স্মরণে ২৪ নভেম্বর হবে দুই বাংলার রকবাজি। থাকবেন শহরের অনিন্দ্য বসু, সৌমিত্র রায়, বুলাদা, বাপি দা (মহীনের ঘোড়াগুলি), ব্রহ্মক্ষ্যাপা, জেকভ ডায়াসসহ (আইয়ুব বাচ্চুর প্রথম গিটার গুরু) আরো অনেকে। ইভেন্ট থেকে আরো জানা যায়, তালিকাভুক্ত শিল্পী ছাড়াও এই কনসার্টে যোগ হতে পারেন আরো জনপ্রিয় অনেক শিল্পী। কনসার্ট শুরু হবে বিকেল ৩টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর আচমকা মৃত্যুবরণ করেন রকস্টার আইয়ুব বাচ্চু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App