×

জাতীয়

নারী সমাজের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ০৩:৪৬ পিএম

নারী সমাজের  অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারী সমাজ এগিয়ে যাচ্ছে। বিগত ১০ বছরে নারীর ক্ষমতায়ন অনেক এগিয়েছে। দেশের নারী সমাজ এগিয়ে যাচ্ছে বলেই বাংলাদেশ দ্রæত এগোচ্ছে। আমাদের আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারী সমাজও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গতকাল সোমবার রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে ডিএসসিসির ১ নং ওয়ার্ড যুব মহিলা লীগের উদ্যোগে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর চৌধুরী, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন বিপ্লবী। সভায় এলাকার নারী সমাজের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। সাবের হোসেন চৌধুরী মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং এলাকার সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। একইসঙ্গে এই এলাকায় বিগত ১০ বছরে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, আজকে আমাদের নারী সমাজ এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। আগামীতে তিনি ক্ষমতায় এলে এদেশের নারী সমাজ আরো এগিয়ে যাবে। তিনি বলেন, দেশে প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেত্রীও একজন নারী। একইসঙ্গে জাতীয় সংসদের স্পিকারও একজন নারী। দেশের সর্বোচ্চ আদালতেও নারী বিচারক রয়েছেন। বিশ্ববিদ্যালয়েও আছেন নারী উপাচার্য। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীতেও একজন নারীকে মেজর জেনারেল করা হয়েছে। এ ছাড়া, সারা দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শতাংশ এখন নারী শিক্ষক। এটা ১০ বছর আগে কল্পনাও করা যেত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের নারী সমাজ দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর অনারারি সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, নারীরা এখন মাতৃকালীন ভাতা পাচ্ছেন, একইসঙ্গে মাতৃকালীন ছুটিও পাচ্ছেন তারা। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে নৌকাকে বিজয়ী করতে হবে, আগামীতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এলাকার নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো যাতে সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন সেজন্য এই আসন থেকে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। নৌকাকে বিজয়ী করতে আপনারা প্রতিটি ভোটারের ঘরে ঘরে যান এবং সরকারের বিগত ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তাদের কাছে তুলে ধরুন। আপনারা যদি সঠিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই এই আসন থেকে আওয়ামী লীগ বিজয়ী হবে, ইনশাআল্লাহ। এলাকার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, বিগত ১০ বছরে খিলগাঁও, সবুজবাগ, মুগদা এলাকায় আমরা ৬৪টি পানির পাম্প বসিয়েছি, যার ফলে এলাকার ৭ লাখ মানুষ পানির সুবিধার আওতায় এসেছে। এলাকার শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মুগদায় ৫০০ বেডের সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সেস ইনস্টিটিউট করা হয়েছে। মাত্র ৫ বছরে এই হাসপাতাল থেকে ১৭ লাখ ৪৮ হাজার রোগী সেবা নিয়েছেন। এলাকার মেয়েদের খেলাধুলার জন্য খিলগাঁওয়ে ইনডোর স্টেডিয়াম করা হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদানের অত্যাধুনিক সুবিধা সংবলিত সবুজবাগে একটি সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে সব এলাকার শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সমান সুযোগ পায় সেজন্য প্রত্যেক এলাকার জন্য আলাদা কোটা রাখা হয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে খিলগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে এলাকার বয়স্ক নারীদের পড়ালেখার সুযোগ করে দেয়া হবে। পাশাপাশি এই এলাকার অটিজম ছেলেমেয়েদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App