×

খেলা

জানুয়ারি থেকে ক্যাটাগরি অনুযায়ী বেতন পাবেন নারী ফুটবলারা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ পিএম

জানুয়ারি থেকে ক্যাটাগরি অনুযায়ী বেতন পাবেন নারী ফুটবলারা
বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক সাফল্য পাচ্ছেন। বিশেষ করে বয়সভিক্তিক টুর্নামেন্টগুলোতে। কিন্তু তাদের জন্য নেই কোনো সুনির্দিষ্ট বেতনকাঠামো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিনের তরফ থেকে ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের গেল বছর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। সেটার পরিমাণ কেউ বলছে ৩ হাজার, কেউ বলছে ৫ হাজার। তবে আর এভাবে নয়। ঢাকা ব্যাংক লিমিটেড ছয় বছরের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হয়েছে। আর এর ফলে এখন থেকে নির্দিষ্ট কাঠামোয় বেতন পাবেন ৪৫ জন নারী ফুটবলার এবং সেটা আসন্ন জানুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। আজ মঙ্গলবার এ বিষয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন মেয়েদের খাবারের পেছনে, পড়াশুনার পেছনে একটা বড় অঙ্কের টাকা খরচ হয়। তাদের পড়ানোর জন্য তিনজন শিক্ষক রাখা হয়েছে। আরো একজন শিক্ষক শিগগিরেই পেতে যাচ্ছে তারা। এসব খরচের পরও আমরা তাদের সামর্থ অনুযায়ী বেতন দিয়েছি। তবে যেহেতু ছয় বছরের জন্য ঢাকা ব্যাংক নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হয়েছে এখন থেকে তারা নির্দিষ্ট কাঠামোয় বেতন পাবে। যেহেতু হাতের পাঁচ আঙ্গুল সমনা হয় না, তাই পারফরম্যান্স ও অভিজ্ঞতাও সবার সমান নয়। সে হিসেবে বিভিন্ন ক্যাটাগরি করে ৪৫ জন নারী ফুটবলারকে জানুয়ারি থেকে বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে সবার বেতন সমান হবে না। ক্যাটাগরি অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। তবে সবাই বেতন পাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App