×

জাতীয়

আ.লীগের ঘাঁটিতে বিএনপি ও অন্য দলের নিয়ম রক্ষার প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ০৫:১৬ পিএম

আ.লীগের ঘাঁটিতে বিএনপি ও অন্য দলের নিয়ম রক্ষার প্রার্থী
প্রাচীন বঙ্গের অন্তর্গত আজকের গোপালগঞ্জ জেলায় ঘুমিয়ে আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মধুমতির কোলঘেঁষে গড়ে উঠেছে গোপালগঞ্জ জেলার সভ্যতা ও সাংস্কৃতিক অবকাঠামো। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পর আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জের ৩টি আসনেই প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মতৎপরতা ও মাঠ পর্যায়ের প্রস্তুতি বেড়েছে। দৌড়ঝাঁপ, সভা-সমিতি, উঠান-বৈঠকসহ নানাবিধ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। গোপালগঞ্জের ৫টি উপজেলা নিয়ে গঠিত সংসদীয় তিনটি আসন। গোপালগঞ্জের আপামর জনগণের অন্তরে শেখ মুজিব এবং তাদের প্রিয় মার্কা নৌকা হওয়ায় স্বাধীনতাউত্তর গোপালগঞ্জের কোনো আসনে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচন হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের তিনটি আসনে সব সময়ই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। অন্য দলের প্রার্থীদের বরাবরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরপরও বিএনপিসহ অন্য দলগুলো গোপালগঞ্জের তিনটি আসনেই নিয়ম রক্ষার প্রার্থী দিয়েছেন। গোপালগঞ্জ-১ আসনে নতুন চমক হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা। তিনি এখানে প্রার্থী হলে বর্তমান এমপি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে অন্য আসনে দেয়ার চিন্তা করতে হবে। সে ক্ষেত্রে মুহাম্মদ ফারুক খানকে ঢাকার একটি আসনে মনোনয়ন দেয়া হতে পারে। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ব্যারিস্টার আলী আসিফ খান, দলটির উপদেষ্টামÐলীর সদস্য মুকুল বোস, সংরক্ষিত মহিলা সাংসদ উম্মে রাজিয়া কাজল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কে এম মাসুদুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ আতিয়ার রহমান দিপু, আইটি বিশেষজ্ঞ হারুন আর রশিদ মিরন, জাতীয় বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফা রহমান রুমা। আওয়ামী লীগ অধ্যুষিত এ আসনে নিয়ম রক্ষায় বিএনপির মনোনয়ন কিনেছেন দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এফ-ই-শরফুজ্জামান জাহাঙ্গীর, ছাত্রদলের সাবেক নেতা কামরুজ্জামান টুটুল। গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী) আসনে আওয়ামী লীগের প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য বর্তমান সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। ১৯৮০ সালে উপনির্বাচনের পর যে কটি নির্বাচনে তিনি অংশ নিয়েছেন সব কটিতেই বিজয়ী হয়েছেন। এ আসনে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কৃষক পার্টির সভাপতি আলহাজ সাহিদুর রহমান টেপা এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেনের নাম শোনা যাচ্ছে। জাসদ (ইনু) গোপালগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মাসুদুর রহমান, এডভোকেট সহীদুল হকের (আম্মিয়া) নামও শোনা যাচ্ছে। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের প্রার্থী স্বয়ং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পর যে কয়বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ততবার তিনি এই আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। কাস্টিং ভোটের প্রায় ৯৯ ভাগ ভোট পেয়ে থাকে নৌকা প্রতীক। এরপরও এবার এ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট এস এম জিলানী। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শিক্ষক এস এম আফজাল হোসেন এবং কোটালীপাড়া উপজেলা জাসদের (ইনু) সভাপতি অরুণ চন্দ্র সাহা এই আসনে দলীয় মনোনয়ন কিনেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App