×

জাতীয়

অবসর জীবন কাটাতে চাই জনসেবায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ০৩:১৭ পিএম

অবসর জীবন কাটাতে চাই জনসেবায়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভ‚ঞা-সোনাগাজী) আসনে জাতীয় পার্র্টি (জাপা) থেকে প্রার্থী হতে চান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ইতোমধ্যে পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহও করেছেন। শুধু তাই নয়, পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ লাভসহ জাপা চেয়ারম্যানের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগও পেয়েছেন। ভোরের কাগজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মাসুদ উদ্দিন জানালেন, অবসর জীবনে জনগণের কাছাকাছি থেকে তাদের সেবা করতে চাই। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের সে সুযোগ বেশি থাকে বলেই নির্বাচন করার ইচ্ছায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। সৈনিক থেকে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে প্রসঙ্গে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেন, সৈনিক জীবনে অনেকভাবে জনসেবা করেছি। তবে জনগণের একান্ত কাছ থেকে তা করা হয়নি। জনপ্রতিনিধি হলে সে সুযোগ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে ফেনী-৩ আসনের এই জাপা প্রার্থী বলেন, আসলে মনোনয়নের বিষয়টি এখনো চ‚ড়ান্ত হয়নি। একজন সেনা কর্মকর্তাকে কীভাবে নেবেন জনগণ? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সৈনিকদের কাজই দেশসেবা। দেশের মানুষকে সুরক্ষা দেয়া। বাংলাদেশের মানুষ সৈনিকদের সেবার প্রতীক বলেই মনে করে। হঠাৎ করেই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের নিরাপত্তা উপদেষ্টার পদ পাওয়া নিয়ে জেনারেল মাসুদ বলেন, এটা একান্তই পার্টির বিষয়। তারা হয়তো আমাকে সম্মান জানাতেই এমন পদ দিয়েছে। তবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। রাজনীতির আদর্শ আর নীতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য স্বাধীনতার চেতনা নিয়ে দেশসেবা। আমি সারা জীবনই দেশের জন্য নিজেকে তৈরি করেছি, উৎসর্গও করেছি। রাজনৈতিক জীবনেও এ আদর্শ অক্ষুণ্ন রাখতে চাই। আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে প্রশ্ন করলে মাসুদ উদ্দিন জানান, ইচ্ছে ছিল আওয়ামী লীগের একজন হয়ে জনসেবা করার। তবে সে রকম সুযোগ ছিল না বলেই বিষয়টি নিশ্চিত হয়নি। তবে এর বেশি কিছু বলা যাবে না। কেন জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে জেনারেল (অব.) মাসুদ বলেন, আওয়ামী লীগ না হলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটেই তো থাকছি। জাতীয় পার্টি তো মহাজোটেরই অংশ এবং তাদের সঙ্গেই নির্বাচন করছে। উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত¡াবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান। পরে দেশের দুর্নীতি-অনিয়ম দূর করতে তত্ত্বাবধায়ক সরকারের ‘গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় কমিটি’র প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। ২০১৪ সালে অবসরে যান এবং গেল বছর ঢাকায় ফিরে রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App