×

খেলা

শীর্ষে মিতালি রাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০১:২০ পিএম

শীর্ষে মিতালি রাজ
চলতি নারী টি-টোয়েন্টি বিশ^কাপে ভারতের মেয়েরা দুর্দান্ত পারফরমেন্স করে একের পর এক ম্যাচ জিতেই চলেছে। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৫২ রানে জিতে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে ভারতের হারমানপ্রিত কাউররা। এই ম্যাচে মিতালির ৫১ রানের ইনিংসে ভর করেই জয় পেয়েছে ভারত। এ ছাড়াও টি-টোয়েন্টি ফরমেটে পুরুষদের পেছনে ফেলে বর্তমানে শীর্ষে আছেন মিতালি। কিছুদিন আগেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের মালিক ছিলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তাকে টপকে রেকর্ডটি নিজের করে নেন রোহিত শর্মা। কিন্তু টি-টোয়েন্টি ফরমেটে দুর্দান্ত ব্যাটিং করে তাদের দুজনকে পেছনে ফেললেন মিতালি। এখনো পর্যন্ত ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মিতালি ১৭ ফিফটিতে করেছেন ২২৮৩ রান। যা কিনা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় অবস্থানে থাকা রোহিত শর্মা ৮৭ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে করেছেন ২২০৭ রান। আর ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৬২টি। তাতেই ১৮টি ফিফটিসহ তার সংগ্রহ ২১০২ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App