×

খেলা

শাস্তি কমছে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের?

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:১৮ পিএম

শাস্তি কমছে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের?
বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের শাস্তি কমাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে এক বছর ও ব্যানক্রফটকে ৯ মাসের জন্য আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে সিএ। তিনজনের শাস্তি কমানোর জন্য গত কয়েক মাস ধরেই নিজেদের দাবি জানিয়ে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। এ ব্যাপারে কদিন আগে তারা সিএকে একটি চিঠিও দিয়েছে। এর পেক্ষিতেই নিষিদ্ধ ত্রয়ীর শাস্তি কমাতে পারে সিএ। এসিএ-এর দাবি মেনে এ সপ্তাহেই বৈঠকে বসতে পারে সিএ। আর সেখানেই আনুষ্ঠানিকভাবে শাস্তি কমানোর ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিষিদ্ধ হওয়ার সময় স্মিথ ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ওয়ার্নার সহ-অধিনায়ক। দুজনের নিষেধাজ্ঞার আট মাস চলছে। এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী বছরের মার্চের শেষ দিকে। ব্যানক্রফট ডিসেম্বর থেকেই খেলতে পারবেন। এই তিনজন নিষিদ্ধ হওয়ার পর থেকে ক্রিকেটে বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। তারা ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ হেরেছে ৫-০ তে, পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে ১-০ তে, আর টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার কাছেও ওয়ানডে সিরিজ হেরেছে ২-১-এ। অস্ট্রেলিয়ার পরের সিরিজ ঘরের মাঠে ভারতের সঙ্গে। যেখানে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং চারটি টেস্ট খেলবে তারা। যার শুরুটা হবে বুধবার ব্রিসবেনে টি-টোয়েন্টি দিয়ে। শাস্তি কমলে হয়তো ভারতের বিপক্ষেই দেখা যেতে পারে স্মিথ-ওয়ার্নারদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App