×

খেলা

ভেন্যু পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০২:২১ পিএম

ভেন্যু পরিবর্তন
আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। ১৭ থেকে ২৬ ডিসেম্বর ছিল প্রতিযোগিতাটির তারিখ। কিন্তু সে নির্ধারিত তারিখ ও ভেন্যুতে আর অনুষ্ঠিত হচ্ছে না টুর্নামেন্টটি। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় দুটিরই পরিবর্তন হয়েছে। ২০১০ সালে কক্সবাজার থেকে যাত্রা শুরু দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় এ প্রতিযোগিতার। প্রতি দুই বছর অন্তর হয়ে আসছিল নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ২০১৬ সালের ডিসেম্বরে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় সবশেষ আসর। সে হিসেবে ২০১৮ সালেই হওয়ার কথা ছিল পঞ্চম আসর। এই প্রথম এক বছরের টুর্নামেন্ট হচ্ছে আরেক বছরে। টুর্নামেন্টের প্রথম তিন আসরে অংশ নিয়েছিল আট দেশ। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান অংশ নেয়নি। খেলেছিল সাত দেশ। পঞ্চম আসরে পাকিস্তান খেলার সিদ্ধান্ত নিলেও দল বাড়ছে না। আফগানিস্তান সাফ থেকে বেরিয়ে যাওয়ায় এবারও সাত দেশ নিয়ে হবে মেয়েদের এই চ্যাম্পিয়নশিপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App