×

বিনোদন

বিরান পথে হাঁটার ১১ বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০১:৫২ পিএম

বিরান পথে হাঁটার ১১ বছর
বাজি, বায়োস্কোপ, সমুদ্রসন্তান, অপেক্ষা এ রকম অসংখ্য জনপ্রিয় গানের মধ্য দিয়ে খুব অল্প সময়েই শ্রোতাদের কাছে পৌঁছে যান শিল্পী সঞ্জীব চৌধুরী। যে গানটিই গেয়েছেন সেটাই শ্রোতারা গ্রহণ করেছে সানন্দে। চিরকালই বোহেমিয়ান আর হাস্যোজ্জ্বল এই মানুষটির কাজের ব্যাপ্তি ছিল বিশাল। তিনি ছিলেন একজন সাংবাদিক ও গল্পকার; দীর্ঘ সময় কাজ করেছেন দৈনিক ভোরের কাগজেও। ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রগতিশীল আন্দোলনের এক সক্রিয় কর্মী। তবে সুর তাকে টেনেছিল গভীরভাবে। শিল্পী বাপ্পা মজুমদারকে নিয়ে গড়ে তোলেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’। ভিন্নধর্মী গানের জন্য শ্রোতাদের কাছে পৌঁছে যান খুব অল্প সময়েই। ২০০৭ সালের ১৯ নভেম্বর হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটে সবকিছুতে। তেতাল্লিশ বছর বয়সে তিনি ছেড়ে যান মায়ার পৃথিবী। কোনো এক বিরান পথ ধরেই শিল্পী সঞ্জীব চৌধুরী চলে গেছেন, আর ভক্তদের ছুঁয়ে দিয়ে গেছেন কান্নার রঙ। কিন্তু কিছু মানুষ বেঁচে থাকে চিরকাল তাদের কাজের মাধমে। আজ সঞ্জীব চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে সঙ্গীতপ্রেমীরা পালন করবেন প্রিয়জন হারানোর বেদনা নিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App