×

জাতীয়

বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ছড়াছড়ি : দলীয় কোন্দলে জর্জরিত তৃনমূল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:০০ পিএম

বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ছড়াছড়ি : দলীয় কোন্দলে জর্জরিত তৃনমূল
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ছড়াছড়ি। দলীয় কোন্দলে জর্জরিত তৃনমূল নেতাকর্মীরা। আসনটির জন্য বিএনপির মনোনয়ন পত্র জমা পরেছে প্রায় ১ ডজন। এখানে একসময় বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল। বর্তমানে আদিপত্য রয়েছে আওয়ামী লীগের। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ২০০৮ সালের সংসদ নির্বাচনে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের কাছে পরাজিত হয়ে আসনটি হাত ছাড়া করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করাতে এখনও তার দখলেই রয়েছে আসনটি। এছাড়া এখানে বিএনপির মধ্যে দলীয় কোন্দল চরমে থাকার কারণে নেতাকর্মীরা সঠিক নেতৃত্বে অভাবে নানা দ্বিধাদন্ডের মধ্যে পরেছেন। শ্রীনগর-সিরাজদিখান উপজেলায় রয়েছে বিএনপির একাধিক গ্রুপিং। উপজেলা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নেও এর ব্যতিক্রম নয়। সেখানেও রয়েছে আলাদা আলাদা বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের গ্রুপিং। এর মধ্যে রয়েছে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন সমর্থক গ্রুপ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দাবিদার আলহাজ মমিন আলী সমর্থক গ্রুপ, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু সমর্থক গ্রুপ, আল মুসলিম গ্রুপের কর্নধার ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ সমর্থক গ্রুপ। গ্রুপিংয়ের কারণে তারা আলাদা আলাদা দলীয় কর্মসূচিতে অংশ গ্রহন করছেন বলে সূত্রমতে যানাযায়। তার মধ্যে শ্রীনগর উপজেলা বিএনপির গ্রুপিং উল্লেখযোগ্য। এখানে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক শহিদুল-কানন গ্রুপ। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবিদার মমিন আলী-দেলোয়ার গ্রুপিংয়ের কারণে নেতাকর্মীরা দীর্ঘদিন যাবত আলাদা ভাবে দলীয় কর্মসূচি পালন করছেন। দলীয় কর্মসূচি পালন করাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ হাতাহাতির ঘটনা ঘটেছে। এনিয়ে এক গ্রুপ অপর গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বলে দলীয় সূত্রে যানা গেছে। এখানে মূলত বিএনপির দলীয় নেতাকর্মীদের একটি বিশাল সমর্থন নিয়ে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মমিন আলী শক্ত অবস্থানে আছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে কি করবে না তা নিয়ে প্রথম দিকে নেতাকর্মীদের মাঝে হতাশা থাকলেও এখন তা নেই। কারণ নির্বাচনে বিএনপি অংশ গ্রহনের খবর পাওয়ার পর থেকেই তৃনমূল নেতাকর্মীর উৎজীবিত। এখন তারা তাদের পছেন্দের মনোনয়ন প্রত্যাশীদের হয়ে কাজ করছেন। তবে দলের প্রবীন নেতারা বলছেন মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে গ্রুপিং রয়েছে এর সমাধান না করে দল যদি প্রার্থী মনোনীত করেন তাহলে বিএনপি সুবিধা করতে পারবে না। কারণ এখানে আওয়ামী লীগের তরুণ নেতাদের শক্ত অবস্থান রয়েছে। এছাড়া জোট মহাজোটের হিসাব নিকাসে শেষে কি হয় বলা যাচ্ছেনা। তাই বিএনপির যতদ্রুত সম্ভব দলীয় কোন্দল সমাধান করতে হবে। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন শাহ মোয়াজ্জেম হোসেন। তৃনমূলে কোন্দলের বিষয়ে জানতে চাইলে সত্যতা স্বীকার করে তিনি বলেন, এ কোন্দল থাকবেনা দল যাকে মনোনীত করবেন আমরা তার হয়েই কাজ করবো। শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দাবিদার আলহাজ দেলোয়ার হোসেন জানান, আমি নিজেও মনোনয়ন পত্র জমা দিয়েছি। দল যাকেই মনোনীত করবে তার হয়েই কাজ করবো। সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, এখানেও দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং রয়েছে। তবে দল থেকে যে মনোনীত হবেন আশাকরি সকলেই তার হয়ে কাজ করবো। মুন্সীগঞ্জ-১ আসনটির জন্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরো রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মোঃ ফরহাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ সেলিম হোসেন খান, সাবেক ছাত্রদল নেতা এসএম জাহাঙ্গীর হাসানসহ প্রায় ডজন খানেক নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App