×

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল রপ্তানি করবে ইরান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:২০ পিএম

নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল রপ্তানি করবে ইরান
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান তেল রপ্তানি করবে। সোমবার খোয়ে শহরে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান তৃতীয় শীর্ষ অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ। ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করার জন্য ওয়াশিংটন চাপ প্রয়োগের অংশ হিসেবে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রুহানি বলেন ‘আমরা এই চাপের কাছে নতি স্বীকার করবো না যা ইরানের বিরুদ্ধে ঘোষিত মনস্তাত্ত্বি যুদ্ধের অংশ।’ যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, ‘তারা আমাদের তেল রপ্তানি বন্ধ করতে ব্যর্থ হয়েছে। আমরা রপ্তানি অব্যাহত রাখব...আপনাদের আঞ্চলিক নীতি ব্যর্থ হয়েছে এবং আফগানিস্তান থেকে ইয়েমেন ও সিরিয়ায আপনাদের ব্যর্থতার জন্য ইরানকে দোষারোপ করছেন। যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে রুহানি বলেন, ‘আমেরিকা ইরানি জাতির সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ককে দুর্বল করতে পারবে না, কারণ, এই অঞ্চলের সবাই মুসলমান এবং তারা সব সময় পরস্পরের পাশে থাকবে। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, আফগানিস্তান ও পাকিস্তানসহ সবগুলো মুসলিম দেশের জনগণ ইরানের পাশে রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App