×

তথ্যপ্রযুক্তি

নকিয়ার নতুন ফোন : একবার চার্জ দিলে ২১ দিন চলবে

Icon

কাগজ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০৩:৪৪ পিএম

নকিয়ার নতুন ফোন : একবার চার্জ দিলে ২১ দিন চলবে
নকিয়ার মালিকানাধীন এইচএমডি গ্লোবাল বাজারে আনছে নকিয়া ১০৬ (২০১৮)। যেটি ২০১৩ সালে লঞ্চ হওয়া নকিয়া ১০৬ এর আপডেটেট ভার্সন। ফোনটি একবার চার্জ দিলে চলবে ২১ দিন। কোম্পানি জানিয়েছে, এটি একবার চার্জে ২১ দিন স্ট্যান্ডবাই আর ১৫ ঘন্টা টকটাইম পাওয়া যাবে। যেটির দাম রাশিয়ায় ১৫৯০ রুবেল (প্রায় ১৭০০ রুপি। ডার্ক গ্রে রঙে পাওয়া যাবে এই ফিচার ফোন। রাশিয়ার বাইরে এই ফোন কবে পাওয়া যাবে তা জানায়নি এইচএমডি গ্লোবাল। ফোনটিতে একাধিক গেম প্রি-লোডেড থাকবে। এছাড়াও এই ফোনে ২০০০কনট্যাক্ট আর ৫০০ টেকস্টমেসেজ সেভ করে রাখা যাবে। ডুয়াল সিমের ফোনে রয়েছে একটি ১.৮ ইঞ্চি কিউকিউভিজিএ টিএফটি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি মিডিয়াটেক এমটি৬২৬১ডি চিপসেট, ফোরজিবি র‌্যাম, আর ফোর জিবি স্টোরেজ। এর সাথেই একটি মাইক্রো ইউএসবি পোর্ট আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে। থাকবে এফএম রেডিও আর এলইডি ফ্ল্যাশ লাইট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App