×

জাতীয়

খালেদার ভোট নিয়ে সংশয় নেই: ফখরুল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:০৭ পিএম

দুর্নীতি মামলায় দণ্ডিত হলেও চেয়ারপারসন খালেদা জিয়ার ভোটে অংশগ্রহণের ব্যাপারে কোনো শঙ্কা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলীয় প্রধানের প্রার্থী হওয়ার ব্যাপারে তারা কোনো সংশয়ে নেই। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। ধানের শীষের প্রার্থী হতে নির্বাচনে আগ্রহী নেতাদের সাক্ষাৎকার নেয়ার ফাঁকে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কে কী বললেন, তার ওপর খুব বেশি কিছু নির্ভর করে না। তিনি (খালেদা জিয়া) এখন পর্যন্ত নির্বাচন করার যোগ্য আছেন। খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’ এসময় তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার বিএনপির ভালো প্রার্থীদের জামিন না দেয়ার নতুন কৌশল নিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, ‘নি¤œ আদালতকে ব্যবহার করে নির্বাচনের ওপর প্রভাব বিস্তার করছে তারা।’ ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। তফসিল ঘোষণার পরেও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। সরকার একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় না।’ বিএনপি ইশতেহার শিগগির এদিকে গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি খুব শিগগির নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের এবারের ইশতেহারের মূল বিষয়বস্তু হবে দুর্নীতিমুক্ত উন্নয়ন। তাতে থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা।’ খসরু বলেন, ‘জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। খুব শিগগিরই সেটি প্রকাশ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App