×

জাতীয়

উপকূলে আমনের বাম্পার ফলনে কৃষকের প্রত্যাশা পূরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০১:২৩ পিএম

উপকূলে আমনের বাম্পার ফলনে কৃষকের প্রত্যাশা পূরণ
কুয়াকাটাসহ সমুদ্র উপকূলীয় উপজেলা কলাপাড়ার কৃষকদের আমন ক্ষেতে সোনালি বাতাস বইছে। সর্বত্র ছড়িয়ে পড়েছে ধানের মৌ মৌ গন্ধ। নতুন ধানের সঙ্গে মিশে আছে উপক‚লের কৃষকের স্বপ্ন। ক্ষেতজুড়ে উঁকি দিচ্ছে সোনালি ধান। বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধানের ঘ্রাণ। কদিন পরই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের কৃষকরা ক্ষেতের স্বপ্নের সোনালি ধান কাটা শুরু করবেন। অধিকাংশ কৃষক পরিবার আগাম নবান্ন উৎসবের প্রস্তুতিও নিয়েছে। কিন্তু লাঠিয়ালদের ধান কেটে নেয়ার আশঙ্কায় শঙ্কিত তারা। সরেজমিন দেখা গেছে, বেশি ধান পাওয়ার আশায় অনেক কৃষক নিজ জমিতে রাসায়নিক ও জৈবসার প্রয়োগ করছেন। কেউ আবার ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। তারা জানান, এ বছর জমি চাষ থেকে শুরু করে রোপণ ও ক্ষেতের নিয়মিত পরিচর্যা করায় ফসলও ভালো হয়েছে। তবে ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। কৃষক আব্দুল লতিফ জানান, চলতি বছর অতিবৃষ্টি বা অতিরিক্ত খরায় পড়তে হয়নি। রোগ-বালাই ও পোকা বেশি একটা আক্রমণ করতে পারেনি। প্রকৃতি অনুক‚লে থাকলে ধান যথাসময়ে ঘরে তুলতে পারবেন বলে তিনি জানান। কৃষক মন্নান মুসল্লি জানান, তিনি ৮ একর জমিতে ধান চাষ করেছেন। ফসলও ভালো হয়েছে। আর কয়েক দিন পর ধান কাটা শুরু করবেন। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন পর্যন্ত ক্ষেতে রোগ-বালাইয়ের প্রকোপ নেই। দুই-চার দিনের মধ্যে কৃষকদের ধান কাটার উৎসব শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা বাম্পার ফলন পাবেন এমনটাই আশা করছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App