×

খেলা

আবাহনী-শেখ জামাল প্রথম সেমিফাইনাল আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০২:৪৭ পিএম

আবাহনী-শেখ জামাল প্রথম সেমিফাইনাল আজ
কোয়ার্টার ফাইনাল শেষে এক সপ্তাহ বিরতির পর আজ থেকে ফের ফেডারেশন কাপ ফুটবল মাঠে গড়াতে যাচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে। চ্যানেল নাইনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নবাগত ক্লাব বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে শেখ রাসেল ক্রীড়া চক্র। নিজ নিজ যোগ্যতায় শিরোপা অর্জনের লড়াইয়ে ফেডারেশন কাপের ৩০তম আসরে টিকে রয়েছে মাত্র ৪টি দল। আজ এবং কাল বাদ পড়বে আরো দুটি দল। কেননা এই দুদিন দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে আজ দুই শক্তিশালী দল ঢাকা আবাহনী এবং শেখ জামাল পরস্পরের মোকাবেলা করবে। গ্রুপ পর্বে যথাক্রমে ‘সি’ এবং ‘ডি’ গ্রুপে ছিল আবাহনী এবং শেখ জামাল। আর দুদলই রানার্সআপ হয়েই সেরা আটে উঠে আসে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ১-০ গোলে হারায় দশবারের চ্যাম্পিয়নরা। আর দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে হেরেছে ১-০ গোলে। কোয়ার্টার ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আরামবাগকে ৩-২ গোলে হারিয়ে এবারের আসরের সেমিফাইনালে জায়গা করে নেয় আকাশি-নীল রংয়ের জার্সিধারীরা। অন্যদিকে এখনো হারের স্বাদ পায়নি জোসেফ আফুসির শিষ্যরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে তারা। পরের দুই ম্যাচে বসুন্ধরা কিংস এবং মোহামেডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। সেরা আটের লড়াইয়ে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারালে সেরা চারে জায়গা করে নেয় তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে টানা দুবারের চ্যাম্পিয়নদের অতিক্রম করতে হবে শেখ জামালকে। তবে আবাহনীকে হারানো এতটা সহজ হবে না বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশন কাপের ইতিহাসে শেখ জামালের চেয়ে ঢের এগিয়ে জাকারিয়া বাবুর শিষ্যরা। ১০ বার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের তালিকায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছে আকাশি-নীল রংয়ের জার্সিধারীরা। অন্যদিকে তিনবার শিরোপা জিততে সক্ষম হয়েছে শেখ জামাল। আর ফেডারেশন কাপে দুদলের শেষ মোকাবেলায় জয় পায় জাকারিয়া বাবুর শিষ্যরাই। গত আসরের সেমিফাইনালে দুদল শেষবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামে। এমিকা ডার্লিংটনের করা একমাত্র গেলে ওই ম্যাচে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App