×

জাতীয়

আদর্শ থেকে সরে গেছে আ.লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ১২:১৩ পিএম

আদর্শ থেকে সরে গেছে আ.লীগ
আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে এক সময়ে আওয়ামী লীগের সমর্থক, বর্তমানে গণফোরামের দলীয় মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়া বলেছেন, যে আদর্শের জন্য আমার বাবা লড়াই করেছেন আওয়ামী লীগ সেই আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু আমি আমার আদর্শ থেকে এক চুলও পিছু হটিনি। জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার বাবার আদর্শ থেকেও পিছু হটিনি। আর এসব বাস্তবায়নের স্বপ্ন নিয়েই আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। গতকাল রবিবার দুপুরে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নিজের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেন। পাঠকদের জন্য এর চুম্বক অংশ প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলো। প্রশ্ন : আপনার বাবা শাহ এ এম এস কিবরিয়া আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। এতদিন আপনিও আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এরপর হঠাৎ কেন আপনি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন? উত্তর : আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন। তিনি বাংলাদেশকে সার্ভ করেছেন, বঙ্গবন্ধুর অধীনে ফরেন মিনিস্ট্রিতে ছিলেন। হয়তো বাবা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি অনুগত থাকতে পারেন। কিন্তু তিনি সব কিছুই দেশের ও দেশের মানুষের জন্য করেছেন। আমিও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আর এ আদর্শ থেকে আমি এক চুলও পিছু হটিনি। আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, বঙ্গবন্ধু সে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণ করার মতো ড. কামাল হোসেন ছাড়া আর কেউ নেই। সে কারণে দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. কামাল হোসেনের ঐক্যের ডাকে সাড়া দিয়েছি। প্রশ্ন : বিএনপি সরকারের আমলে আপনার বাবা খুন হন। তখন সরকার সেই খুনের বিচার করেনি। এরপরও কেন বিএনপি জোটে যোগ দিলেন? উত্তর : আমি আমার বাবার হত্যার বিচার দাবি থেকে পিছিয়ে যাইনি। বাবার হত্যায় জড়িতদের কিংবা নেপথ্যে যারা ছিলেন তাদের সঙ্গেও আমার কোনো আপস নেই। বিএনপি ক্ষমতা ছাড়ার পর দুই বছর ক্ষমতায় ছিল বিশেষ সরকার, তারাও বিচার করতে পারল না। এরপর তো আওয়ামী লীগ টানা সাড়ে ৯ বছর ধরে ক্ষমতায়, তারা কেন কিবরিয়া হত্যার বিচার করল না? এ প্রশ্নের কি কোনো উত্তর আছে? প্রশ্ন : আপনার বাবা হত্যার আসামি বিএনপির নেতারা কি আপনাকে নির্বাচনের মাঠে সমর্থন দেবে? উত্তর : বাবা হত্যার আসামিরা আমার নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। আমার বিশ্বাস, বাবা হত্যার বিচার হবেই। আজ অথবা কাল। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App