×

জাতীয়

রাজনীতি আমার ইবাদত : শামীম ওসমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০১:৪৯ পিএম

রাজনীতি আমার ইবাদত : শামীম ওসমান
সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি মানুষের জন্য কাজ করি। মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করতে চাই। রাজনীতি আমার ইবাদত। আপনি আপনার বাড়ির আঙ্গিনায় কাঁটাযুক্ত গাছ লাগাবেন, না কি ফলের গাছ লাগাবেন তার সিদ্ধান্ত আপনার। নারায়ণগঞ্জ সিটির ১০নং ওয়ার্ডে গত শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী, এসিআই, লক্ষ্মীনারায়ণ, হাজারীপাড়া, তিন ঘাট্টির মাঝার, গোদনাইল আরামবাগ, হৃষিপাড়া, চিত্তরঞ্জন এলাকাসহ ১০টি সংক্ষিপ্ত পথসভা করেন। পথসভায় তিনি বলেন, নির্বাচনে আপনার এলাকার জনপ্রতিনিধি যদি ভালো না হয়, বা আপনি মাদক ব্যবসায়ী বা অসৎ জনপ্রতিনিধি নির্বাচন করেন তবে এলাকায় সন্ত্রাস হবে। মাদক ব্যবসা হবে। এলাকার উন্নয়ন হবে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার সন্তান অন্ধকারে পা দেবে। সুতরাং নির্বাচনে কাকে নির্বাচিত করবেন তার চয়েজ আপনার। শামীম ওসমান বলেন, আপনাকে ভাবতে হবে, কোন বাংলাদেশ চান আপনি। আফগানিস্তান মার্কা, নাকি সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়েও উন্নত বাংলাদেশ? এ সময় তার সঙ্গে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ১০ নম্বর কাউন্সিলর ইফতেখার আলম খোকন, কাউন্সিলর ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মণ্ডল। আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সহসম্পাদক হাজি সুমন কাজী, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি আব্দুস সামাদ বেপারি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনূল হক ভ‚ঁইয়া রাজু, যুবলীগ কাজী আমির হোসেন ও হায়দার আলী প্রমুখ। পথসভায় সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আপনারা যাচাই-বাছাই করে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। যেমন যাচাই-বাছাই করেন আপনাদের সন্তানদের বিয়ের সময়। তিনি উল্লেখ করেন, আমার শরীর যদি হয় বাংলাদেশ, তবে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ হচ্ছে আমার হৃদপিণ্ড। আমি যদি এবার নির্বাচিত হই, তবে আমি এই হৃদপিণ্ডটাকে হাতিরঝিলের থেকেও বেশি উন্নত করে সাজাব। যেন মানুষ আমার এলাকাকে দেখতে আসে। তিনি বলেন, কিছু প্রার্থী মসজিদে নামাজ পড়তে এসে সবার সামনে অনুদান দেবে। ভোট চাইবে। কিংবা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সবাইকে দেখিয়ে টাকা দেবে। ভোট চাইবে। তা ছাড়া এ প্রার্থীরা দরিদ্র লোকদের টাকা দিয়ে ভোট দেয়ার জন্য কসম কাটাবে। তাই আপনাদের বলছি, আপনারা টাকার বিনিময়ে ঈমান বিক্রি করবেন না। তিনি বলেন, আমি আল্লাহকে ভয় পাই। পরিষ্কার কথা, টাকার বিনিময়ে আমি ভোট কিনবো না। কারণ সমস্যা আমার না, সমস্যা আপনার। আপনার বাচ্চার ভবিষ্যতকে আপনারই ঠিক করতে হবে। আপনাকে ভাবতে হবে, কোন বাংলাদেশ চান আপনি। আফগানিস্তান মার্কা, নাকি সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়েও উন্নত বাংলাদেশ?  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App