×

বিনোদন

মুহিনের সঙ্গীতে গাইলেন কুমার বিশ্বজিৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০৪:৩৫ পিএম

মুহিনের সঙ্গীতে গাইলেন কুমার বিশ্বজিৎ
একটি রিয়েলিটি শোর মধ্য দিয়ে আজ থেকে এক যুগ আগে কুমার বিশ্বজিতের হাত ধরেই সঙ্গীতাঙ্গনে মুহিন খানের যাত্রা শুরু হয়। এরপর থেকে কুমার বিশ্বজিতের সঙ্গে বেশ কয়েকবার একই স্টেজ শোতে মুহিন গান গাওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু কুমার বিশ্বজিতের সুর সঙ্গীতে মুহিনের কোনো গান গাওয়ার সৌভাগ্য হয়নি। আবার মুহিনেরও সৌভাগ্য হয়নি তার সুর সঙ্গীতে কুমার বিশ্বজিৎকে দিয়ে কোন গান গাওয়ানোর। দীর্ঘ সময় পরে হলেও অবশেষে মুুহিনের স্বপ্ন পূরণ হলো। জামাল হোসেনের কথায় মুহিনের সুর সঙ্গীতে এবারই প্রথম কোনো গান গাইলেন কুমার বিশ্বজিৎ। জামাল হোসেনের লেখা ‘লালন যদি বলতো আমায় কেমনে লেখে গান’ গানটিতে মুহিনের সুর সঙ্গীতে কুমার বিশ্বজিৎ গত ১৫ নভেম্বর কণ্ঠ দিয়েছেন। রাজধানীর উত্তরায় কুমার বিশ্বজিতের বাসায় তার নিজের স্টুডিওতেই তিনি কণ্ঠ দেন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘মুহিন বা তার সময়ে যারা সঙ্গীতাঙ্গনে এসেছে তারা সবাই তো আসলে আমাদের সন্তানেরই মতো। সন্তান যখন পিতাকে দিয়ে কোনো কাজ আদায় করে নেয় তখন সেটা যে কত আনন্দের তা বলে বুঝানোর মতো নয়। সেই আনন্দ বা ভালোলাগা শুধু সেই পিতা আর সন্তানই বুঝতে পারে। মুহিনের সুর সঙ্গীতে গান করতে গিয়ে আমার তেমনই আনন্দ হয়েছে। এই তৃপ্তিটা আর অন্য কোনোকিছুতে পাওয়া সম্ভব নয়।’ মুহিন খান বলেন, ‘বিশ্বজিৎ স্যার কখনো আমার সুর সঙ্গীতে গান গাইবেন এটা আমার ভাবনায়ও ছিল না। জামাল ভাইয়ের উদ্যোগে আসলে এই গানটি করা। জামাল ভাই আমাকে কুমার বিশ্বজিৎ স্যারকে দিয়ে এমন একটি চমৎকার গান করার সুযোগ সৃষ্টি করে দেয়ায় তার কাছে আমি কৃতজ্ঞ। অবশ্যই অনেক বেশি কৃতজ্ঞতা বিশ্বজিৎ স্যারের কাছে, কারণ তিনি অনেক আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন।’ মুহিন খান জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে ‘রঙ্গন মিউজিক মঞ্চ’তে প্রকাশ পাবে। এদিকে তরুণ মুন্সীর লেখা ও সুরে কুমার বিশ্বজিতের নতুন গান ‘বলতে পারিনি’ আগামীকাল রাত ৮টায় ‘বাংলা ঢোল’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। আগামী ডিসেম্বর তিনি মিজানের লেখা ও আহমেদ হুমায়ূনের সুর সঙ্গীতে ‘গল্পটা শেষ’ নামের আরো একটি গান গাইবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App