×

জাতীয়

মুন্সীগঞ্জ-১ আসনে আ.লীগের প্রার্থী চান তৃনমূল নেতাকর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০৪:২৫ পিএম

মুন্সীগঞ্জ-১ আসনে আ.লীগের প্রার্থী চান তৃনমূল নেতাকর্মীরা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) নির্বাচনী এলাকায় মানুষের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা কে হতে যাচ্ছেন এই আসনের নৌকার মাঝি? তবে জোট মহাজোটের হিসাব নিকাশে পাল্টে যেতে পারে প্রার্থীর নাম ও প্রতীক। একারণে হতাশায় আছেন আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীরা। তাদের দাবী এ আসনে মহাজোটের মাহি. বি চৌধুরীকে মেনে নেবেন না। তারা চান আওয়ামী পরিবারের যেকোন নেতাই হোক তাদের নৌকার প্রার্থী। ঢাকার অদূরে বর্তমান সরকারের উন্নয়মূলক মেগা প্রকল্পগুলোর ধারাবাহিকতায় দলটির জন্য মুন্সীগঞ্জ-১ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসনটি ধরে রাখতে চান আ.লীগ। আসনটিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থী রয়েছন প্রায় হাপ ডজন নেতা। এবিষয়ে নির্বাচনী এলাকার অনেকের সাথে আলাপ করে জানা যায় তৃনমূল নেতাকর্মীদের মনের কথা। শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূইয়া বলেন, বর্তমান সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘদিন যাবত অসুস্থ্য থাকার করণে তিনি এলাকায় আসতে পারছেন না। এতে করে আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে নেতৃত্বের কিছুটা অভাব রয়েছে। সে দিক থেকে গোলাম সারোয়ার কবীর দীর্ঘদিন ধরে এলাকায় তৃনমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার পাশাপাশি কাজ করে আসছেন। এছাাড়াও প্রার্থী হিসেবে রয়েছেন কন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, সিরাজদিখান আ.লীগের সভাপতি আলহাজ মহিউদ্দিন আহমেদ, জেলা আ.লীগের সহ-সভাপতি নূরুল আলম চৌধুরীসহ অনেকে। দলীয় কোন প্রার্থী ব্যতিত যদি এখানে জোটের কোন প্রার্থী আসেন তাহলে আগামীতে আ.লীগের নেতৃত্বের আরো অবনতি ঘটবে। তাই আসনটিতে নৌকার মনোনীত প্রার্থী করা হলে নির্বাচনে নৌকার নিশ্চিত বিজয় হবে। সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল হাসান নাহিদ জানান, আমরা নৌকার প্রার্থী চাই। দলীয় প্রার্থী ছাড়া কোন মহাজোটের প্রার্থীকে র্তনমূল নেতাকর্মীরা মেনে নেবেন না। এছাড়াও তন্তর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন বাবু, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম তালুকদার, শ্রীনগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড্যাঃ আবু সাঈদসহ প্রবিন আ.লীগ নেতা অনেকেই বলেন, এই আসনে নৌকার দলীয় প্রার্থী চাই। অন্য কোন দলের বহিরাগত জোটের প্রার্থীকে তারা মেনে নিতে পারবেন না। এখানে পদ্ম সেতু, মহাসড়কের ৬ লেনের রাস্তা, রেল লাইন, ঢাকা ওয়াসার পানি লাইন স্থাপন ও অন্যান্য উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। সরকারের উন্নয়নের ধারবাহিকতা রক্ষায় আসনটিতে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের কাউকে চায় তৃনমূল নেতাকর্মী। তারা দলের জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। তারা আরো বলেন, এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি বৃহত্তর ফরিদপুর জেলায়। এই আসনটির বুকের উপর দিয়ে বছরে অন্তত ২-৩ বার জাতির পিতার মাজার জিয়ারত করতে যান বঙ্গবন্ধু কন্যা। সার্বিক দিক থেকেই মুন্সীগঞ্জ-১ আসনটি অতি গুরুত্বপূর্ণ দলের জন্য। তাই তৃনমূল নেতাকর্মীরা চান আসনটিতে যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী পরিবারের কাউকে মনোনীত প্রার্থী করেন। অপরসূত্রে জানাযায়, বিকল্পধারা বাংলাদেশের মাহি. বি. চৌধুরী আসনটি থেকে মহাজোটের প্রার্থী হওয়ার সম্ভবা রয়েছে। এনিয়ে এলাকায় আ.লীগের তৃনমূলের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিজ জন্মভূমি শ্রীনগরে ১ যুগেও চৌধুরী পরিবারের কাউকে পা রাখতে দেখা যায়নি। কোন প্রকার দলীয় কর্মসূচিও তারা করেনি। মহাজোটের সেরকম কোন প্রার্থীকে আ.লীগের তৃনমূল নেতাকর্মীরা মেনে নিবেন না বলে সূত্রমতে জানাযায়। এ কারণে মহাজোটের প্রার্থীতাও চ্যালেঞ্জর মুখে। তৃনমূল সূত্রে জানা গেছে, আসনটিটে শক্ত অবস্থানের আছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App