×

খেলা

মুখ খুললেন ব্রাভো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০১:১৭ পিএম

মুখ খুললেন ব্রাভো
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নিয়ে চমকপ্রদ এক তথ্য দিলেন উইন্ডিজ অলরাউন্ডার ড্যারেন ব্রাভো। তার দাবি, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সিরিজ খেলার ব্যাপারে রাজি করানোর জন্য টাকা দিতে চেয়েছিল বিসিসিআই। ওই বছর ভারত সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরতে চেয়েছিল দলটির ক্রিকেটাররা। তবে সিরিজ শুরুর আগে বিসিসিআই সভাপতি শ্রীনিবাসন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন এবং খেলার ব্যাপারে সম্মতি আদায় করেন। কিন্তু সিরিজের চতুর্থ ওয়ানডের আগে বিসিসিআইকে অবশিষ্ট ম্যাচগুলো খেলবে না বলে জানায় উইন্ডিজ ক্রিকেট বোর্ড। কারণ হিসেবে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হওয়ার কথা জানায় তারা। এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। সমস্যা সমাধানে বিসিসিআই সভাপতি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছিলেন এবং নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি না হওয়ায় ক্যারিবিয়ান ক্রিকেটারদের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছিল সেটাও দিতে চেয়েছিলেন বলে জানান ব্রাভো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App