×

খেলা

নেইমার-কাভানি দ্বন্দ্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০১:১৪ পিএম

নেইমার-কাভানি দ্বন্দ্ব
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এবং উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানির দ্বন্দ্বের কথা সবারই জানা। দুজনই খেলেন ফরাসি ক্লাব পিএসজিতে। গত মৌসুমে পেনাল্টি কিক করা নিয়ে মাঠেই বিবাদে জড়িয়েছিলেন তারা। এবার আবারো দ্বন্দ্বে জড়ালেন নেইমার-কাভানি। গতকাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারের ব্রাজিলের মুখোমুখি হয় কাভানির উরুগুয়ে। ম্যাচের ৭৬ মিনিটে স্পট কিক থেকে গোল করে সেলেকাওদের এগিয়ে নেন নেইমার। এর কিছুক্ষণ পর নেইমার বল নিয়ে সাইড লাইনের বাইরে চলে যান। ব্রাজিলিয়ান তারকার এমন কান্ডে বিগড়ে যান কাভানি। এ সময় নেইমারের ওপর বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। শুধু এটাই নয়, এদিন নেইমারের বিরুদ্ধে রেফারির কাছে অভিযোগও করেছিলেন কাভানি। ম্যাচের একপর্যায়ে বল নিয়ে ড্রিবলিং করার সময় নেইমারকে বাধা দেন তিনি। রেফারি ফাউলের সিদ্ধান্ত দিলে কাভানি জানান সময় নষ্ট করার জন্যই নেইমার বল নিয়ে অযথা কারিকুরি করছে। কাভানির এমন আচরণে ম্যাচের শেষদিকে কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন নেইমারও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App