×

জাতীয়

ধানের শীষে রেজা কিবরিয়া, বিব্রত বিএনপি নেতাকর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ১২:১৫ পিএম

ধানের শীষে রেজা কিবরিয়া, বিব্রত বিএনপি নেতাকর্মীরা
গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এবার নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে যাচ্ছেন এমন খবর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হতে চান তিনি। এ লক্ষ্যে গত শুক্রবার তিনি ঐক্যফ্রন্টের অন্যতম দল গণফোরামের প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দেন। এ নিয়ে হবিগঞ্জের বিএনপি নেতাকর্মীরা বিব্রত বলে জানা গেছে। রেজা কিবরিয়ার বাবা শাহ এ এম এস কিবরিয়া আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সালের সরকারে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৫ সালে হবিগঞ্জে গ্রেনেড হামলায় তিনি নিহত হন। ওই গ্রেনেড হামলার মামলায় বেশির ভাগ আসামিই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অথচ সেই বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন রেজা কিবরিয়া। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রেজা কিবরিয়াকে কীভাবে নেবে সেটা নিয়ে এখন নানা আলোচনা চলছে। এ বিষয়ে রেজা কিবরিয়া গণমাধ্যমকে বলেন, আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করলেও আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হইনি। এ ছাড়া গত ১৪ বছরেও আমার বাবার হত্যাকারীদের বিচারের আওতায় আনতে পারেনি আওয়ামী লীগ। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট মনোনয়ন দিলে তিনি ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন। এতে তার কোনো আপত্তি নেই। জাতিসংঘের সাবেক কর্মকর্তা শাহ কিবরিয়ার মতো তার ছেলে রেজাও জাতিসংঘে কাজ করছেন। রেজার জন্ম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে হলেও তার কৈশোর আর যৌবনের বেশির ভাগ সময় কেটেছে বিদেশে। কিবরিয়া হত্যা মামলার আসামি বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউছ। এই মামলায় অভিযুক্ত হওয়ার পর কারাগারে যেতে হয়েছিল তাদের, বরখাস্ত হতে হয় গউছকে। খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও এ মামলার আসামি। তিন দফা তদন্তের পর ২০১৪ সালের ২১ ডিসেম্বর মোট ১১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলা এখনো বিচারাধীন। এ প্রসঙ্গে নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, রেজা কিবরিয়ার বাবা হত্যা মামলার আসামি বিএনপি নেতাকর্মী। সেই রেজা কিবরিয়া ধানের শীষ নিয়ে নির্বাচন করলে এটা আমাদের জন্য হবে চরম বিব্রতকর। এদিকে রেজা যে আসনে প্রার্থী হতে চান, সে আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিএনপির শেখ সুজাত মিয়া এবারো ভোটের লড়াইয়ে নামতে চান। কিবরিয়া পুত্রের প্রার্থী হওয়ার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কোনো সিদ্ধান্ত পাননি জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে দলীয়ভাবে শেখ সুজাতই যোগ্য প্রার্থী। আমরা তাকেই প্রার্থী হিসেবে দেখতে চাই। তবে শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্তই মেনে নেবেন বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App