×

খেলা

টাইগারদের প্রতিশোধের মিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০১:০৯ পিএম

টাইগারদের প্রতিশোধের মিশন
এ বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। ওই সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতলেও টেস্টে টাইগাররা হেরেছে লজ্জাজনকভাবে। ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সাকিবের দল। প্রায় চার মাসের ব্যবধানে আবারো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার ক্যারিবিয়ানদের মাটিতে নয়, টাইগাররা খেলবে ঘরের মাঠে। তাই গত জুলাইয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নেয়ার সুযোগ এবার স্টিভ রোডসের শিষ্যদের সামনে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ২ ম্যাচের এই টেস্ট সিরিজকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ সদস্যের দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের মাঝপথে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়া সাকিব খেলেননি জিম্বাবুয়ের বিপক্ষে। এ ছাড়া দলে নতুন মুখ রয়েছে একটি অফস্পিনার নাঈম হাসান। এ ছাড়া এক বছরের বেশি সময় পর টেস্ট দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচে আঙুলে চোট পান টাইগার ওপেনার তামিম ইকবাল। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ হওয়ার আগেই দেশে ফেরা তামিম-সাকিব খেলেননি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে। জিম্বাবুয়ে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ। তাদের বিপক্ষে তামিম-সাকিবের অভাবটা খুব একটা উপলব্ধি করা না গেলেও ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে যে এই দুই টাইগার ক্রিকেটারের দলে থাকাটা বেশ জরুরি তা সবারই জানা। একদিন আগেও শোনা যাচ্ছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন তামিম ইকবাল, তবে খেলবেন না সাকিব আল হাসান। অথচ শেষ মুহূর্তে বদলে গেল দৃশ্যপট। ফিরলেন সাকিব কিন্তু ফেরা হয়নি তামিমের। অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গতকাল ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিবের নেতৃত্বে টাইগাররা এখন পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ১টি এবং হেরেছে ১০টি ম্যাচে। একমাত্র জয়টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০০৯ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থ হয়েছেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। এ ছাড়া সিলেট টেস্টে খেললেও আস্থার প্রতিদান দিতে পারেননি নাজমুল হোসাইন শান্ত। লিটন, ইমরুল ও নাজমুলের মধ্যে যে কোনো দুজনের যে কপাল পুড়বে তা আগে থেকেই নিশ্চিত ছিল। এই ৩ জনের মধ্যে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেলেন অভিজ্ঞ ইমরুল কায়েস। তবে লিটন বাদ পড়ায় সৌম্য সরকারের কপাল খুলেছে। এ নিয়ে এক বছরেরও বেশি সময় পর টেস্টে ফিরলেন সৌম্য। তিনি শেষবার টেস্ট খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অবশ্য সৌম্যকে টেস্ট দলে ফেরানোর পেছনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলা ১১৭ রানের দুর্দান্ত ইনিংসটির অবদান রয়েছে। তামিম ইকবাল নেই। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টেই যে ইমরুল ও সৌম্য দলের ওপেন করবেন তা এক প্রকার নিশ্চিত। লিটন ও শান্ত ছাড়াও বাদ পড়েছেন বাঁ-হাতি অফস্পিনার নাজমুল ইসলাম অপু, পেসার আবু জায়েদ রাহী ও শফিউল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে অভিষেক হওয়া অপু ব্যর্থ হয়েছেন টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান। বর্তমানে ১৭ বছর বয়সী এই অফস্পিনার জাতীয় লিগের শেষ আসরে ২৮ উইকেট পেয়েছেন, হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি। নাঈম ছাড়াও দলে আরো ৪ জন স্পিনার রয়েছেন। তারা হলেন সাকিব, তাইজুল, মিরাজ ও মাহমুদউল্লাহ। সে হিসেবে বোঝা যাচ্ছে স্পিন দিয়েই ক্যারিবিয়ানদের ঘায়েল করার ছক কষছে বাংলাদেশ। দলে পেসার রয়েছেন দুজন মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে ক্যারিবিয়ানদের ১০ জয়ের বিপরীতে টাইগারদের জয় ২টি। এ ছাড়া ড্র হয়েছে অবশিষ্ট ২টি ম্যাচ। উল্লেখ্য, ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২২ নভেম্বর এবং ৩০ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ১১ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ১৪ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১৭ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ২০ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ২২ ডিসেম্বর। ১৩ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আরিফুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App