×

খেলা

এসিসির সভাপতি হলেন পাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০১:০৬ পিএম

এসিসির সভাপতি হলেন পাপন
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এসিসির বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সভাপতি হিসেবে পাপনের নাম ঘোষণা করা হয়। নাজমুল হাসান এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া চতুর্থ বাংলাদেশি। এর আগে আরো তিন জন বাংলাদেশি এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন আনিসুল ইসলাম মাহমুদ, আলী আজগর লবি ও আ হ ম মোস্তফা কামাল। নাজমুল হাসান পাপনের দায়িত্ব নেয়ার আগে এসিসির সভাপতি ছিলেন পাকিস্তানের এহসান মানি। গতকাল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এহসান মানির স্থলে সভাপতি হিসেবে পাপনের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিইও ডেভ রিচার্ডসন, প্রতিষ্ঠানটির ডেভেলপমেন্ট কমিটির শীর্ষস্থানীয় কর্মকর্তা ও সাবেক বাংলাদেশি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নাজমুল হাসান বলেন, আমি গত কয়েক বছর ধরেই এসিসির সঙ্গে সম্পৃক্ত আছি। সংস্থাটির সভাপতি হতে পারাটা অনেক সম্মানের। এ সময় তিনি আরো বলেন, এশিয়া অঞ্চলে এখন পাঁচটি টেস্ট খেলুড়ে দেশ রয়েছে। যা অন্য অঞ্চলগুলোর তুলনায় সর্বোচ্চ। আমি এই অঞ্চলে ক্রিকেটের বিস্তারে অবদান রাখতে চাই এবং এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। আগামী দুই বছর এসিসির সভাপতির দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান। এ সময়ে এশিয়া কাপসহ আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করবে সংস্থাটি। গতকালের সভায় আফগানিস্তানকে পূর্ণ সদস্য হিসেবে ঘোষণা দিয়েছে এসিসি। এ সভায় ২০২২ সালে চীনে এশিয়া কাপ আয়োজন নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর বিষয়ে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবারের সভায়। সভায় এসিসির সাবেক সভাপতি এহসান মানি বলেন, ক্রিকেটের উন্নয়নের জন্য এশিয়া অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এখানে ক্রিকেট খেলুড়ে দেশের সংখ্যা বেশি। এ সময় আইসিসির সিইও ডেভ রিচার্ডসনের উদ্দেশে তিনি বলেন, আইসিসি ক্রিকেটের উন্নয়নের জন্য অনেক বেশি সোচ্চার। আশি করি, ভবিষ্যতেও তারা এর ধারাবাহিকতা ধরে রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App