×

বিনোদন

অভিনেতা-নির্মাতা আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০৩:৫৪ পিএম

অভিনেতা-নির্মাতা আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত
কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে(আইসিইউ) ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। তার পারিবারিক সূত্রে এ ব্যাপারে নিশ্চিত করেছে। চলতি বছরই অসুস্থ হয়ে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার হয়েছিলো। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছিলেন। ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব বহুমুখী প্রতিভাধর একজন মানুষ। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন তিনি। আমজাদ হোসেন একাধারে অভিনেতা, পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি ১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে সিনেমায় পা রাখেন। পরবর্তীতে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আগুন নিয়ে খেলা’ (১৯৬৭)। পরে তিনি নয়নমনি (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ভাত দে (১৯৮৪) সিনেমা নির্মাণ করে প্রশংসিত হন। ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ‘ভাত দে’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক (১৯৯৩) ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App