×

জাতীয়

সবার চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০২:১৬ পিএম

সবার চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, এদেশের একটি লোকও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকবে না। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, জাতিসংঘের এ ব্যাপারে সুনির্দিষ্ট লক্ষ্য আছে সেটা বাংলাদেশেরও লক্ষ্য, এই দেশের একটি লোকও মানবাধিকার এবং চিকিৎসাসেবা থেকে পিছিয়ে থাকবে না। এই এলাকার একটি লোকও যদি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয় তার চিকিৎসার দায়িত্ব সরকার নেবে, বেসরকারি ফরাজি হাসপাতাল নেবে। আজকে দিনটি আমাদের জন্য শুভদিন, কেননা আমরা মানুষের অধিকারকে সম্মান দেখাতে পারছি। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা অধিকারকে পূরণ করতে পারছি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মুগদা মান্ডা এলাকার হায়দার আলী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ‘ফ্রি স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন। পরে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো ঘুরে দেখেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের মুগদা শাখা ও বেসরকারি ফরাজি হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই ফ্রি স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার ও রামপুরার ফরাজি হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজি ইমন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঢাকা মহানগর দক্ষিণের চেয়ারম্যান ফিরোজ আলম ইমন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মুগদা শাখার প্রধান পৃষ্ঠপোষক গোলাম কিবরিয়া খান রাজা, প্রধান উপদেষ্টা সামিদুল হক গোগা, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সৈয়দ আজমল হক, মুগদা শাখার সভাপতি নাসির উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রিজন। সাবের হোসেন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার পরপরই আমাদের একটি সংবিধান দিয়েছেন। মানবাধিকার বলতে আমরা যা বুঝি এবং মানুষের অধিকারের জায়গাগুলো কোথায়, সেগুলো চিহ্নিত করে তিনি এই সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১০ বছর ধরে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই মৌলিক অধিকারগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের মুগদা থানা এলাকায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে মেডিকেল কলেজ ও নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করা হয়েছে। এই এলাকায় যেমন সরকারি হাসপাতাল আছে, তেমনি বেসরকারি ফরাজি হাসপাতালে আছে। এই ‘ফ্রি স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি’ আয়োজনের মধ্য দিয়ে এই এলাকার দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারাও এগিয়ে এসেছে। এটা এমন একটি অনুষ্ঠান যেখানে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। বাংলাদেশের নাগরিক হিসেবে এই সেবা পাওয়ার অধিকার আপনাদের আছে। এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা দ্রæত কমে আসছে উল্লেখ করে ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৪-২৫ সালের মধ্যে বাংলাদেশে আর কোনো দরিদ্র জনগোষ্ঠী থাকবে না। বাংলাদেশের অনেক নারী গার্মেন্টস শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করছে। আজ থেকে ৯ বছর আগে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ছিল মাত্র ১৬০০ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বাড়িয়ে আইন করে বলে দিলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ৮ হাজার ৫০০ টাকা। তিনি এটা করেছেন এই শিল্পে কাজ করা মানুষের উন্নত জীবনের জন্য, যেন তারা তাদের সব চাহিদা মেটাতে পারেন। ফ্রি স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে সাবের হোসেন চৌধুরী উত্তর মান্ডা ১নং ওয়ার্ড বাড়ির মালিক পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাড়ির মালিক পরিষদের সভাপতি মনির হুসাইন সাঈদ এবং সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App