×

বিনোদন

শুভ জন্মদিন রুনা লায়লা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০১:৪৫ পিএম

শুভ জন্মদিন রুনা লায়লা
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ । ১৯৫২ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সঙ্গীত শিল্পী। বাবার বদলির চাকরি সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। মামা সুবীর সেন ছিলেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী। এবারের জন্মদিনটি তিনি কলকাতায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়েই পার করবেন বলে জানান। সেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার উদ্দেশে রওয়না হন রুনা লায়লা। সেখানে পারিবারিক অনুষ্ঠানে দুদিন থেকে আগামী ১৯ নভেম্বর ঢাকায় ফিরবেন তিনি। রুনা লায়লা সত্তরের দশকের শেষ দিকে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন। প্রথম দিকে বাংলা ও উর্দু দুই ভাষাতে গান করলেও উর্দু, পাঞ্জাবি, হিন্দী, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, পারসিয়ান, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন। সঙ্গীত জীবনের দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। লোকজ, পপ, রক, গজল, আধুনিক- সব ধাঁচের গানই গেয়েছেন তিনি। স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (একাধিকবার), দাদা সাহেব ফালকে সম্মাননাসহ দেশ-বিদেশের বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এই সঙ্গীতশিল্পী। এছাড়া চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয়ও করেছেন। জন্মদিনে এই গুণী শিল্পীর প্রতি রইলো ভোরের কাগজের পক্ষ থেকে শুভকামনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App