×

খেলা

রুনির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০৩:৪২ পিএম

রুনির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের জয়
অবশেষে জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রুনি। শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল থ্রি লায়ন্সরা। ম্যাচটি কোচ গ্যারেথ সাউথগেটের শিষ্যরা জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। এ ম্যাচে ইংল্যান্ডের হয়ে ১টি করে গোল করেছেন জেসে লিঙ্গার্ড, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড ও ক্যালম উইলসন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলকে বিদায় বললেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এ ছাড়া গতকাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে চারবারের বিশ^চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচটিতে জার্মানির হয়ে ১টি করে গোল করেছেন লেরয় সানে, নিকোলাস সোলে ও সের্জে নাব্রি। প্রীতি ম্যাচ হলেও ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গতকালের ম্যাচটির দিকে নজর ছিল সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের। কেননা এটি ছিল ওয়েইন রুনির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। রুনির নামে প্রতিষ্ঠিত চ্যারিটি ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যেই ম্যাচটিতে খেলতে রাজি হন বর্তমানে ৩৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড। তাই ম্যাচটির নাম দেয়া হয় ‘দ্য ওয়েইন রুনি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল’। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অধিনায়কত্বের আর্মব্যান্ডও ছিল রুনির কাছে। এদিন ম্যাচের ২৫ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে (১-০) নেন ফরোয়ার্ড জেসে লিঙ্গার্ড। এর ২ মিনিট পর ইংল্যান্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড। ম্যাচের ৭৭ মিনিটে থ্রি লায়ন্সদের হয়ে স্ট্রাইকার ক্যালম উইলসন আরো ১টি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০তে। এরপর ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ওয়েইন রুনির বিদায়ী ম্যাচটি সাউথগেটের শিষ্যরা জিতে নেয় ৩-০ গোলের বড় ব্যবধানে। ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ওয়েইন রুনির অভিষেক হয় ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৫ সালে তিনি হয়ে যান ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এ ক্ষেত্রে রুনি পেছনে ফেলেন ফরোয়ার্ড ববি চার্লটনকে। ক্যারিয়ারে চার্লটনের গোল ৪৯টি। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে রুনি মোট ম্যাচ খেলেছেন ১২০টি এবং গোল করেছেন ৫৩টি। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা দীর্ঘদিন জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন। রুনির নেতৃত্বে মোট ২৪টি ম্যাচ খেলেছে থ্রি লায়ন্সরা। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক ছিলেন রুনি। জাতীয় দলে খেলার আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও খেলেছেন এই ফরোয়ার্ড। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় নিজ দেশের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ওয়েইন রুনি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ডি সি ইউনাইটেডে। ২০০৮ সালে তিনি ব্রিটিশ সুন্দরী কোলেনের সঙ্গে বিয়েবন্ধনে জড়ান। রুনি-কোলেনের ঘরে বর্তমানে রয়েছে ৪ সন্তান। জীবনে বেশ কয়েকবার নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন ওয়েইন রুনি। ২০১৭ সালের শেষদিকেও নারী কেলেঙ্কারিতে জড়ানোর ঘটনায় আলোচনায় আসেন এই ফরোয়ার্ড। এমনকি ওই সময় তার সঙ্গে বিয়ে বিচ্ছেদের ইঙ্গিতও দিয়েছিলেন কোলেন। অবশ্য শেষ পর্যন্ত এমন কঠোর সিদ্ধান্ত নেননি তিনি। বর্তমানে বেশ সুখেই কাটছে রুনি-কোলেনের দিনকাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App