×

তথ্যপ্রযুক্তি

নকিয়ার নতুন ফিচার ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০৫:০৫ পিএম

নকিয়ার নতুন ফিচার ফোন
ফিনল্যান্ডভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন ফিচার ফোন এনেছে।নকিয়ার ১০৬ মডেলের ফোনটি ২০১৮ সংস্করণ বলে বলছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ফোনটি রাশিয়ার বাজারে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। চলতি মাসের শেষের দিকে রাশিয়ার বাজারে ফোনটির বিক্রি শুরু হবে।এইচএমডি গ্লাবাল জানাচ্ছে, নতুন ফিচার ফোনটি একবার চার্জ দিলে টানা ১৫ ঘণ্টা কথা বলা যাবে। তবে স্ট্যাডবাই থাকবে ২১ দিন পর্যন্ত।ফোনটিতে রয়েছে ১৬০*১২০ মেগাপিক্সেলের ১ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে। চার মেগাবাইট র‍্যাম এবং এমটিকে ৬২৬১ডি সিপিইউ রয়েছে এতে।ফোনটির ওজন ৭০ গ্রাম, রয়েছে মাইক্রোইউএসবি চার্জারসহ একটি হেডফোন জ্যাক। এফএম শোনা যাবে হ্যান্ডসেটটিতে।নকিয়া ১০৬ (২০১৮) ফোনটিতে দুই হাজার ফোন নম্বর ও ৫০০ এসএসএম সংরক্ষণ করা যাবে।তবে কবে নাগাদ বিশ্ববাজারে ফোনটি ছাড়া হবে সে ব্যাপারে কিছু বলেনি নকিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App