×

জাতীয়

জাতীয় নির্বাচনে ‘কেমন জনপ্রতিনিধি চাই ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০১:৫৭ পিএম

জাতীয় নির্বাচনে ‘কেমন জনপ্রতিনিধি চাই ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনে ’কেমন জনপ্রতিনিধি চাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৬নভেম্বর শুক্রবার বিকেলে সোনাগাজী প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) মোঃ ছাদেক, ফেনী হোমিওপ্যাথি কলেজের প্রভাষক ডাঃ শুকলাল দেবনাথ, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা সভাপতি আফতাব হোসেন মমিন ভূঁঞা, নজরুল একাডেমী সভাপতি নুরুল আমিন পলাশ, উপজেলা আওয়ামীলীগ’র শিক্ষা বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রুপন শর্মা, সাপ্তাহিক জনপ্রিয়’র বার্তা সম্পাদক শফিউল আজম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আব্দুল হালিম, ন্রুুল করিম সাইফুল, তাজুল ইসলাম, আকবর হোসেন রিগ্যান, সিএইচসিপি এস্যোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক পলাশ দাশ, সমৃদ্ধ সোনাগাজী ফোরামের সভাপতি ইব্রাহিম শাকিল, সাংস্কৃতিক কর্মি মোঃ সুজন, কবি ইকবাল হোসাইন, মোঃ মিলন। সাধারন ভোটার হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মোঃ জসিম উদ্দিন, চরচান্দিয়া ইউনিয়নের আহছান উল্যাহ, সদর ইউনিয়নের মোঃ লিটন, আলাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, সৎ ,যোগ্য, শিক্ষিত ও স্থানীয় ভাবে অভিজ্ঞ এবং জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত হলে সমৃদ্ধ সোনাগাজীর কাঙ্খিত উন্নয়ন, মাদক মুক্ত সমাজ, বেকারত্বদূরীকরণ, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, শিক্ষা খাতে উন্নয়ন পাশা-পাশি আইন শৃংখলা উন্নয়ন সম্ভব। অতিতে জনপ্রতিনিধিরা দূর্নীতিবাজ হওয়ায় বাজেটের ৫০% ও বাস্তবায়ন হয়নি এবং খুন,রাহাজানি,মাদক ও অস্ত্র ব্যবসা বেড়েই চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App