×

খেলা

উইন্ডিজ সিরিজে দলে ফিরলেন সাকিব-সৌম্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০৩:৫৪ পিএম

উইন্ডিজ সিরিজে দলে ফিরলেন সাকিব-সৌম্য
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে ওই টেস্ট। বাদ পড়েছেন লিটন কুমার দাস, ফিরেছেন সৌম্য সরকার। দলে নতুন মুখ ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম হাসান। লিটন দাস বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন। টেস্টে রান খরায় ভুগছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে জাতীয় দলে ফেরার দাবিটা জোরালো করেন সৌম্য সরকার। গত বছর অক্টোবরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। ৫ দিনের ম্যাচে অবশ্য অনেকটাই বিবর্ণ সৌম্য। টেস্টে তার তার ব্যাটিং গড় ২৯.৩৬। ১০ টেস্টের ১৯ ইনিংসে সেঞ্চুরি নেই একটিও, হাফ সেঞ্চুরি চারটি। ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম হাসান সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ২৮ উইকেট নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। ১৩ সদস্যের দলে নতুন মুখ তিনি। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। পরে ঢাকায় ফিরে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে মাসের ৩০ তারিখে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, আরিফুল হক, মেহেদি মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App