×

খেলা

আট ভেন্যুতে বিপিএল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০৩:৩৪ পিএম

আট ভেন্যুতে বিপিএল
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৩০ নভেম্বর মাঠে গড়াচ্ছে। ঘরোয়া ফুটবল এবার কিছু নতুনত্ব এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগের মৌসুমগুলোতে যে কোনো দিন খেলা হতো। তবে এবার শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে হবে প্রিমিয়ার ফুটবল লিগ। কোনো কারণে খেলা না হলে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে রবিবার। এবার ৮ ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগের আটটি ভেন্যু হলো- ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া, গোপালগঞ্জের শেখ মনি, নীলফামারীর শেখ কামাল, নোয়াখালীর শহীদ ভুলু, ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়াম। প্রিমিয়ার লিগে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালীতে নোফেল ও বিজেএমসি, চট্টগ্রামে খেলবে চট্টগ্রাম আবাহনী, ময়মনসিংহে সাইফ স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ, নীলফামারীতে বসুন্ধরা কিংস, ফরিদপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App