×

জাতীয়

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশু নিহত , দগ্ধ ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৮, ১১:১৬ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণে এক শিশু নিহত ও ছয়জন দগ্ধ হয়েছে।নিহত শিশুর নাম তাহসিন (৭)।  আহত ছয় জনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৪), তাদের ছেলে নিশান (১৫) এবং সুমনের ফুফু (৭০)। অন্যরা হলেন আলমগীর (৩০) ও কাজলি (২৪)। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, এর মধ্যে সুমন ৩৮ শতাংশ, সাজলি ১৭ শতাংশ, নিশান, ৫০ শতাংশ ও অাতর বেগমের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। আলমগীর ও তার স্ত্রী কাজুলি সামান্য দগ্ধ হয়েছেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, এ ঘটনায় তাহসিন নামে সাত বছরের একটি শিশু নিহত ও ৬ জন দগ্ধ হয়েছে। ধলপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর আউটফল আবাসিক এলাকার কোয়ার্টারে থাকতেন তারা। তারা সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। তবে তাৎক্ষনিক ভাবে নিহতের নাম জানাতে পারেনি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App