×

আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ‘গাজার’ আঘাত, ৬ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৮, ০১:০৩ পিএম

ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ‘গাজার’ আঘাত, ৬ জনের মৃত্যু
ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গাজা’। বৃহস্পতিবার গভীর রাতে নাগাপট্টিনাম ও বেদানিয়ামের কাছে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। ঝড়টির কবলে পড়ে এরইমধ্যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন কুদ্দালোর এবং চারজন থানজাভুরের বাসিন্দা। এছাড়া অন্তত ৮১ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘গাজার প্রভাবে রাজ্যের প্রায় ৬টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘরছাড়া হয়েছেন ৭৬ হাজারেরও বেশি মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার সকালে তামিলনাড়ুতে ভূমিধসের ঘটনা ঘটে। একদিকে মুষলধারে বৃষ্টি আর অন্যদিকে ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণ ভারতের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। দিল্লির আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘গাজা’ তামিলনাড়ু ও পুডুচেরির উপকূলে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। ঝোড়ো হাওয়া শুরু হয়। সমুদ্রের উপর কড়া নজর রেখেছে আবহাওয়া দপ্তর। আগামী ছ’ঘণ্টা এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই উপকূল অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টিপাত। তামিলনাড়ুর নাগাপট্টিনাম, তিরুভারুর ও থানজাভুরে শুরু হয়েছে ভারী বর্ষণ। জায়গায় জায়গায় উপড়ে গিয়েছে গাছ। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। যোগাযোগ ব্যবস্থাতেও পড়েছে প্রভাব। ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা অধিদফতর ইতিমধ্যেই নাগাপট্টিনাম ও উপকূলবর্তী আরও কয়েকটি জায়গায় উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। এছাড়া রাজ্যের তরফেও পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। সরকারের তরফে দু’টি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App