×

জাতীয়

বিএনপির ধ্বংসাত্মক কার্যক্রম আগুন সন্ত্রাসের কথা মনে করিয়ে দেয় : আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:১৭ পিএম

বিএনপির ধ্বংসাত্মক কার্যক্রম আগুন সন্ত্রাসের কথা মনে করিয়ে দেয় : আইনমন্ত্রী
বিএনপির ধ্বংসাত্মক কার্যক্রম আগুন সন্ত্রাসের কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এম.পি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক আবুল কাশেম ভূঁইয়া,সেলিম ভ’ইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাউর রহমান নাজিম, পৌর যুবলীগ সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক কাউছার ভ’ইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ তানজিল শাহ, মোঃ শরীফুল ইসলাম, শাহাবুদ্দিন বেগ শাপলু, সাখায়্যাত হোসেন নয়ন, যুবরাজ শাহ রাসেলসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আইনমন্ত্রী বলেন বিএনপির অভ্যাস হচ্ছে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। আপনারা দেখেছেন হেমলেট পড়া বিএনপির তথাকথিত সন্ত্রাসীরা কিভাবে পুলিশের গাড়ির উপরে উঠে পুড়িয়ে ধ্বংস করেছে । এটা ২০১৪ সাল এবং ২০১৫ সালে তারা যে আগুন সন্ত্রাস করেছিল সেটা মনে করিয়ে দেয়। সেটাতেই বিএনপি সব সময় এক্সপার্ট। এখন তারা আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে চাই। আসলে তারাই নির্বাচন বানচাল করতে এই কান্ড করেছে। মন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচন করবে এটাই আশা করছি। এর আগে মন্ত্রী ট্রেনযোগে আখাউড়া রেলস্টেশনে আসেন এবং স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন ও খোঁজখবর নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App